ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ভাতুড়িয়া গ্রামে ধান কাটতে বাধা দেওয়ায় দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়। আহতদের মধ্যে ১২ জনকে সদর হাসপাতালে, ৯ জনকে হরিণাকুন্ডু স্বাস্থ্য কমপেস্নক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, উপজেলার ভাতুড়িয়া গ্রামের হাসেম মিয়া সকালে গ্রামের মাঠে ধান কাটতে যায়। এ সময় একই গ্রামের মিন্টু ও বিলস্নাল তাকে বাধা দিয়ে মারধর করে। এ ঘটনার জেরে উভয়পক্ষের লোকজন জোটবদ্ধ হয়ে দেশীয় ধারালো অস্ত্র ও লাঠি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়।
হরিণাকুন্ডু থানার ওসি জিয়াউর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৫ জনকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।