ঢাকার ধামরাইয়ে উপজেলা পরিষদ নির্বাচনে আনারস মার্কার প্রচারণায় বাধা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার রাতে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে চরম উত্তেজনরা ছড়িয়ে পড়েছে।
জানা গেছে, উপজেলার রোয়াইল ইউনিয়নের রোয়াইল বাজারে নির্বাচনী প্রচারণায় যায় আনারস মার্কার লোকজন। এসময় মোটর সাইকেল মার্কার লোকজন প্রচারণা করছিল। পরে তারা একে অপরের প্রচারণায় বাধা দেয়। এক পর্যায়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে সেলিম খান, ইসমাইল হোসেন, ইসলাম, মাহবুর, লিটন, আজিজুর রহমান, সাইদুল, মাওলা, হালিম ও শাহাবুরসহ ১৫ জন আহত হন। আহতদের কয়েকজনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানায়, এর আগে গত মঙ্গলবার রোয়াইল ইউনিয়নের চরসুঙ্গর গ্রামে মোটর সাইকেল প্রতীকের সমর্থক আক্কাস আলী ও মেছের আলী দল নিয়ে রাতে আনারস প্রতীকের নির্বাচনী প্রচারণা ক্যাম্পে হামলা চালিয়ে ভাঙচুর করে। পরে ক্যাম্পে তারা তালা ঝুলিয়ে দিয়েছিল। তারই জের ধরে বারবার হামলার ঘটনা ঘটছে।