চার জেলার সড়কে ৪ জনের মৃতু্য

প্রকাশ | ১৯ মে ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
সাতক্ষীরার তালার ট্রাক উল্টে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ছাড়াও নারায়ণগঞ্জের আড়াইহাজারে, টাঙ্গাইলের ভূঞাপুরে ও নোয়াখালীর সুবর্ণচরে ট্রাক ও ট্রলিচাপায় আরও তিনজনের মৃতু্য হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর- সাতক্ষীরা প্রতিনিধি জানান, সাতক্ষীরার তালার ধানবোঝাই ট্রাক উল্টে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১১ জন। শনিবার সকালে খুলনা-পাইকগাছা সড়কের হরিষচন্দ্রকাটি সরদারবাড়ী বটতলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি খাদে পড়লে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কয়রা উপজেলার বগা গ্রামের তালেব গাজীর ছেলে সাইদুল গাজী (৩৮) ও মন্দারবাড়িয়া গ্রামের তোফাজ্জেল সরদারের ছেলে মনিরুল ইসলাম-(৩০)। শ্রমিক জাহিদুল ইসলাম জানান, কয়রা এলাকা থেকে ১৩ জন শ্রমিক গোপালগঞ্জ এলাকায় ধান কাটতে গিয়েছিলেন। মজুরি হিসেবে তারা ২০-৩০ মন ধান পায়। সেই ধান নিয়ে ট্রাকে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। তালা থানার ওসি মমিরুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় নিহত দুইজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জের আড়াইহাজারে ট্রাকচাপায় পৌরসভার ইলেকট্রিশিয়ান ফারুক (৩০) নিহত হয়েছেন। শনিবার নরসিংদী-মদনগঞ্জ আঞ্চলিক মহাসড়কের নোয়াপাড়া এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহত ফারুক উপজেলার নোয়াপাড়া গ্রামের তোতা মিয়ার ছেলে। আড়াইহাজার থানার ওসি মোহাম্মদ আহসান উলস্নাহ জানান, ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ওই সড়কে বিক্ষোভ করে প্রায় দুই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ রাখে এবং ঘাতক ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় এবং সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, টাঙ্গাইলের ভূঞাপুরে ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী মেহেদী হাসান মিশু-(১৭) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। শুক্রবার রাত ১২টার দিকে উপজেলার কষ্টাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মেহেদী কয়েড়া গ্রামের স্কুলশিক্ষক রফিকুল ইসলাম মোলস্নার ছেলে। সে ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্র ছিল। ভূঞাপুর থানার ওসি আহসান উলস্নাহ বলেন, দুর্ঘটনার বিষয়ে তিনি অবগত নন। সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি জানান, নোয়াখালীর সুবর্ণচরে আবারও পাওয়ার টিলারের চাপায় রিয়াদ হোসেন বাপ্পি-(৭) নামে এক স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চরজুবিলী ইউনিয়নে উত্তর কচ্ছপিয়া গ্রামে বান্ধেরহাট হাটে এ ঘটনা ঘটে। নিহহ বাপ্পী রেজোয়ানুর রহমান রিজনের ছেলে। সে পূর্ব চরজব্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রিয়াদ হোসেন বাপ্পী সকালে বাড়ির পাশে বান্ধেরহাটে আসছিল। হঠাৎ মাটি পরিবহণকারী বেপরোয়া গতির একটি পাওয়ার টিলার বাপ্পীকে চাপা দেয়। পাওয়ার টিলারের চাপায় ঘটনাস্থলেই বাপ্পী মারা যায়। চরজব্বর থানার ওসি কাওসার আলম ভূঁইয়া জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এ বিষয়ে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।