রোববার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১

সংবাদ সংক্ষেপ

প্রতিনিধি
  ১৮ মে ২০২৪, ০০:০০
সংবাদ সংক্ষেপ

সমন্বয় সভা

ম বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মোংলায় বাল্যবিয়ে নিরোধ কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মোংলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তারিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহীন, ওসি কেএম আজিজুল ইসলাম ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা ইশরাত জাহান। এছাড়া উপজেলার অন্যান্য দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতা, এনজিও প্রতিনিধি ও সংবাদকর্মীরা সভায় অংশগ্রহণ করেন।

সাংস্কৃতিক প্রতিযোগিতা

ম হাবিপ্রবি প্রতিনিধি

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে বাংলা সাহিত্য ও সাংস্কৃতিক চর্চা বৃদ্ধি করতে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) শুরু হয়েছে সাংস্কৃতিক প্রতিযোগিতা উৎসব।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়াম-১-এ প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন ছাত্র-পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. মাহাবুব হোসেন, প্রক্টর অধ্যাপক ড. মামুনুর রশীদ, আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. বিকাশ চন্দ্র সরকার। আরও উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারম্যান, হল সুপারসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী।

সভা অনুষ্ঠিত

ম বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বোচাগঞ্জে ব্রেড ফর দ্য ওয়ার্ল্ড-জার্মানর সহযোগিতায় এবং 'পলস্নীশ্রী প্রোমোটিং অপরচুনিটি ফর ওমেন ইমপাওয়ারমেন্ট প্রজেক্ট'র আয়োজনে আদর্শ গ্রামের বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা সভাকক্ষে পলস্নীশ্রীর প্রোগ্রাম অফিসার শাহীন আখতারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউএনও ডালিম সরকার। বক্তব্য রাখেন জাহানারা বেগম, মোছা. কাজল, স্বপ্না রানী, যশোদা রানী ও ২নং ইশানি ইউনিয়নের ইয়োথ গ্রম্নপের সভাপতি বাদশা আলম। সভার উদ্দেশ্য ছিল নিজ নিজ আদর্শে গ্রামের ভালো কাজগুলো তুলে ধরা।

উঠান বৈঠক

ম দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির দীঘিনালায় উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. কাশেমের আনারস প্রতীকের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার মেরুং ইউনিয়ন কৃষক লীগের সহ-সভাপতি আবু হানিফের উদ্যোগে রশিকনগর গুলছড়ি এলাকায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি সমাজসেবক জসিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন মেরুং ইউপি চেয়ারম্যান মাহমুদা বেগম লাকী। এছাড়া ইউপি সদস্য মো. নাজমুল হোসেন তারা, উপজেলা কৃষক লীগের সভাপতি আবদুল হাইসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

বাল্যবিয়ে বন্ধের্ যালি

ম গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

শিশুদের সুরক্ষার্থে বাল্যবিয়ে বন্ধ, শিশু নির্যাতন ও শিশুশ্রম বন্ধ এবং বাল্যবিয়ে মুক্ত গ্রাম করতে সিলেটের গোয়াইনঘাটে প্রচারণা করা হয়েছে। শুক্রবার উপজেলার লেঙ্গুড়া ইউনিয়নের শনিরগ্রাম এলাকায় ওয়ার্ল্ড ভিশন গোয়াইনঘাট এপির আয়োজনে এ প্রচার অভিযান অনুষ্ঠিত হয়। এতে শতাধিক কিশোর-কিশোরীর অংশগ্রহণে একটির্ যালি বের করা হয়। এ সময় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গোয়াইনঘাট এপির প্রোগ্রাম অফিসার চিত্ত রঞ্জন বালা, স্বেচ্ছাসেবী জাহাঙ্গীর আলম, আমিন উদ্দিন, আব্দুলস্নাহ, তহুরা সুলতানা জোনাকি প্রমুখ উপস্থিত ছিলেন।

কর্মশালা অনুষ্ঠিত

ম পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বহু বিভাগীয় পুষ্টি সমন্বয়বিষয়ক এক দিনব্যাপী কর্মশালা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভাকক্ষে জাতীয় পুষ্টি সেবা কার্যক্রমের আওতায় উপজেলা স্বাস্থ্য বিভাগ এ কর্মশালার আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের আবাসিক মেডিকেল অফিসার ডা. আলমগীর হোসেন। বক্তব্য দেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল জব্বার প্রমুখ। কর্মশালায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রণজিৎ কুমার সিংহ, কৃষি কর্মকর্তা লায়লা আরজুমান প্রমুখ উপস্থিত ছিলেন।

ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

ম শালিখা (মাগুরা) প্রতিনিধি

মাগুরার শালিখা উপজেলার ৭টি ইউনিয়নের গ্রাম পুলিশদের নিয়ে গ্রাম আদালতের কার্যক্রমের ওপর ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। শালিখা থানা চত্বরে অনুষ্ঠিত ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অফিসার ইনচার্জ নাসির উদ্দীন। গ্রাম আদালতে গ্রাম-পুলিশের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে আলোচনা করেন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের মাগুরা জেলার ম্যানেজার হাফিজুর রহমান ও উপজেলার সমন্বয়কারী ইমরান হোসেন। বক্তারা গ্রাম আদালতের কার্যক্রমে আরও গতিশীলতা আনতে গ্রাম-পুলিশদের অধিকতর দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান।

চিকিৎসা প্রদান

ম দেবিদ্বার (কুমিলস্না) প্রতিনিধি

কুমিলস্নার দেবিদ্বারে সুবিধাবঞ্চিত শিশুদের বিনামূল্যে জন্মগত হৃদরোগ চিকিৎসা প্রদান করা হয়েছে। শুক্রবার দেবিদ্বার আল-ইসলাম হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে দিনব্যাপী এ কার্যক্রমের উদ্বোধন করেন কুমিলস্না-৪ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ। ঢাকা এভারকেয়ার হসপিটালের আয়োজনে এ ফ্রি ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন সিনিয়র কনসালট্যান্ট ডা. তাহেরা নাজরীন। এ সময় উপস্থিত ছিলেন দেবিদ্বার-বি পাড়া সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার শাহ মো. তারেকুজ্জামান, দেবিদ্বার থানার ওসি নয়ন মিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. হুমায়ুন কবির প্রমুখ।

প্রশিক্ষণ কর্মশালা

ম রাজস্থলী (রাঙামটি) প্রতিনিধি

রাঙ্গামাটির রাজস্থলীতে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলার তাইতং পাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সজীব কান্তি রুদ্র'র সভাপতিত্বে প্রধান অতিথি থেকে বিভিন্ন দিকনির্দেশনা দেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অফিসার সাইফুল ইসলাম, পুলিশ সুপার মীর তৈহিদুল ইসলাম, রাজস্থলী ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আহসানুল কবির সাকিব, ওসি ইকবাল হোসেন, আনসারুল করিম প্রমুখ।

খাদ্যসামগ্রী বিতরণ

ম সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আলী বক্স অ্যান্ড ফ্রেন্ডস ফাউন্ডেশনের উদ্যোগে দেড় শতাধিক অসহায় দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার জেলা পরিষদের ডাকবাংলো প্রাঙ্গণে সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বারের সভাপতিত্বে ও সাংবাদিক শরীফ বক্সের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ শফিকুর রহমান, সম্পাদক আবেদুর আর শাহীন, সাংগঠনিক সম্পাদক আলমগীর মিয়া, সরাইল প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আলী মাস্টার, সম্পাদক তৌফিক আহমেদ তফছির, মর্তুজ আলী, এমএ মজিদ বক্স, রফিকুল ইসলাম রফিক প্রমুখ।

\হ

সাংস্কৃতিক অনুষ্ঠান

ম টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুক্রবার টঙ্গী বাজার গাজীপুর মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধু আওয়ামী সাংস্কৃতিক সংগঠন কেন্দ্রীয় কমিটির সভাপতি ভিপি মোশারেফ হোসেন মজুমদারের সভাপতিত্বে ও সম্পাদক রফিকুল ইসলাম ডালিমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আজমত উলস্না খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ওসমান আলী, সাবেক কোষাধক্ষ বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, উপদেষ্টা কমিটির সদস্য কাজী সেলিম, শ্রীবরদী পৌরসভার সাবেক মেয়র আবু সাঈদ, শেরপুর সদর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান খলিল প্রমুখ।

চেক বিতরণ

ম চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের চন্দনাইশে এলজিইডি'র পলস্নী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচির পক্ষ থেকে চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলা অডিটরিয়াম হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট কামেলা খানম রূপা। জেলা সহকারী ট্রেনিং অফিসার সাদ্দাম হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী জুনায়েদ আবছার চৌধুরী, জেলা ট্রেনিং অফিসার জিনাত পারভীন। এ সময় প্রত্যেককে তাদের বেতন থেকে সঞ্চয় করা ১ লাখ ১৮ হাজার ৬৬১ টাকা করে দেওয়া হয়েছে।

ভিত্তিপ্রস্তর স্থাপন

ম নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার নন্দীগ্রামে একটি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার পৌরসভার ১নং ওয়ার্ডের ফোকপাল সড়কপাড়ায় মসজিদটির ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ। এ সময় উপস্থিত ছিলেন হাফেজ আব্দুস সালাম, হাফেজ ইলিয়াস আলী, দাতাসদস্য নাজমুল হোসেন, জফির উদ্দিন শেখ, আবু সাইদ শেখসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা।

কৃষক প্রশিক্ষণ

ম ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের ঝিনাইগাতীতে ২ দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলার কৃষক হলরুমে দুইদিন প্রশিক্ষণ সমাপ্ত হয়। প্রশিক্ষণে উপজেলার ৭টি ইউনিয়ন থেকে ৬০ কৃষক-কৃষাণী অংশগ্রহণ করে। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন দিলদার প্রশিক্ষণার্থীদের বাড়ির আঙিনায় ও পতিত জমিতে পুষ্টি বাগান করার কলাকৌশল তুলে ধরে বক্তব্য রাখেন। পুষ্টির চাহিদা মেটাতে কৃষিই সমৃদ্ধি দেশ গড়ে তোলার জন্য সবার প্রতি আহ্বান জানান। এ সময় প্রশিক্ষক ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার দিলরুবা আক্তার, কৃষি সম্প্রসারণ অফিসার জাহিদ হাসান প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে