দেশের গন্ডি পেরিয়ে ইউরোপে যাচ্ছে সীতাকুন্ডের 'বোম্বাই লিচু'

প্রকাশ | ১৮ মে ২০২৪, ০০:০০

সীতাকুন্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
বিদেশে রপ্তানিতে যাওয়া চট্টগ্রামের সীতাকুন্ডের পাহাড়ে উৎপাদিত সুস্বাদু বোম্বাই লিচু -যাযাদি
চট্টগ্রামের সীতাকুন্ড পাহাড়ে উৎপাদিত সুস্বাদু বোম্বাই লিচু যাচ্ছে ইউরোপের ইউকে ও এশিয়ার মালদ্বীপে। প্রথম বারের মতো এই লিচু বিদেশে রপ্তানি হচ্ছে বলে জানিয়েছেন চাষিরা। সীতাকুন্ড পৌর সদরের ইদিলপুর গ্রামের প্রবীণ চাষি আবুল মনছুরের ছেলে কৃষক মাহমুদ হাসান শিশির এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঢাকা শ্যামপুরের রপ্তানিকারক প্রতিষ্ঠান এস. কে ইন্টারন্যাশনাল ইউরোপের ইউকে ও এশিয়ার মালদ্বীপ নিয়ে যাচ্ছেন এই লিচু। তিনি প্রতি একশ' বোম্বাই লিচু ৩০০ টাকা দরে ৩ হাজার পিস পরীক্ষামূলকভাবে নিয়ে যাচ্ছেন। সুস্বাদ পাহাড়ি এ লিচুর গুণগতমান ভালো হলে এখান থেকে আরও লিচু নিয়ে যাবে বলে আশ্বাস দিয়েছে রপ্তানিকারক প্রতিষ্ঠানটি। ওই চাষি আরও বলেন, চন্দ্রনাথ পাহাড়ের গহীনে তিন একর জায়গায় তার এক হাজার লিচু গাছ রয়েছে। এর মধ্যে ২০০ গাছে বোম্বাই জাতের লিচু ধরেছে। বাকি আরও ৮০০ গাছে আগামী বছর লিচু ধরবে। এ বিষয়ে ঢাকার শ্যামবাজারের রপ্তানিকারক প্রতিষ্ঠান এস. কে ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী এ এস খাঁন বলেন, চট্টগ্রামের সীতাকুন্ড থেকে এ প্রথম পাহাড়ি বোম্বাই জাতের লিচু ইউরোপের ইউকে ও এশিয়ার মালদ্বীপে আকাশ পথে পাঠানো হয়েছে। পরীক্ষামূলক ৩ হাজার পিস লিচু ঢাকা শ্যামবাজার নিয়ে গিয়ে সেগুলো ভালোভাবে প্যাকেট করে তারপর বিদেশে পাঠানো হয়। তিনি বলেন, বিদেশে বোম্বাই লিচুর চাহিদা এবং গুণগতমান ভালো হলে আরও অধিক লিচু এখান থেকে কিনে নিয়ে রপ্তানি করা হবে। এর আগে চলতি বছরের শীত মৌসুমে সীতাকুন্ড থেকে সবজি সিম ও টমেটো রপ্তানি করে অনেক সুনাম অর্জন করা সম্ভব হয়েছে। তারই ধারাবাহিকতায় পাহাড়ে উৎপাদিত সুস্বাদু ফল বোম্বাই লিচু যাচ্ছে পরীক্ষামূলকভাবে। সীতাকুন্ড কৃষি অফিসার কৃষিবিদ মো. হাবিবুলস্নাহ বলেন, 'সীতাকুন্ড পাহাড় ও সমতলভূমি মিলে ২৭ সেক্টর জায়গায় প্রায় শতাধিক চাষি সুমিষ্ট বোম্বাই ও চায়না থ্রি জাতের লিচুর আবাদ করেছেন। আর আমরা সবসময় কৃষকদের উদ্বুদ্ধ করছি তারা যেন পরিছন্নভাবে এবং কীটনাশকমুক্ত ফল ও সবজির আবাদ করেন।' তিনি বলেন, 'সীতাকুন্ড উপজেলা থেকে বোম্বাই লিচু পরীক্ষামূলকভাবে বিদেশের মাটিতে যাচ্ছে এটা আমাদের জন্য গর্বের। এতে করে লিচু রপ্তানিতে একদিকে যেমন বৈদেশিক মুদ্রা অর্জন হবে, অন্যদিকে কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হবে। চারদিকে ছড়িয়ে পড়বে দেশের সুনামও। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার কে. এম রফিকুল ইসলাম বলেন, 'সীতাকুন্ড থেকে পরীক্ষামূলকভাবে পাহাড়ি বোম্বাই লিচু বিদেশে রপ্তানি করছে ঢাকার এক রপ্তানিকারক প্রতিষ্ঠান। সীতাকুন্ড থেকে বিদেশের মাটিতে লিচু যাচ্ছে এটা আমাদের সবার জন্য আনন্দের ও গর্বের বিষয়।'