এক দিনে করোনা শনাক্ত আরও ১৯ জনের

প্রকাশ | ১৭ মে ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
দেশে গত এক দিনে আরও ১৯ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এদের নিয়ে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ৩ দশমিক ৯৬ শতাংশে, যা বুধবার ছিল ৪ দশমিক ৩০ শতাংশ। বৃহস্পতিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় দেশে মোট ৪৮০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। দেশে এখন পর্যন্ত সরকারি হিসেবে মোট করোনা শনাক্তের সংখ্যা ২০ লাখ ৫০ হাজার ২১০ জন। মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৬ শতাংশ। তবে গত এক দিনে করোনায় নতুন করে কারো মৃতু্য হয়নি। সরকারি হিসাবে করোনা সংক্রমণে দেশে মোট ২৯ হাজার ৪৯৪ জনের মৃতু্য হয়েছে। শনাক্ত বিবেচনায় মোট মৃতু্যর হার ১ দশমিক ৪৪ শতাংশ। অন্য দিকে, করোনা আক্রান্তদের মধ্যে আটজন গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন। তাদের নিয়ে দেশে মোট সেরে উঠলেন ২০ লাখ ১৭ হাজার ৬৮৬ জন।