শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১

সংবাদ সংক্ষেপ

প্রতিনিধি
  ১৭ মে ২০২৪, ০০:০০
সংবাদ সংক্ষেপ

গণসংযোগ

ম স্টাফ রিপোর্টার, নেত্রকোনা

নেত্রকোনা সদর উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ হাসান খান অভ্র দলীয় নেতাকর্মী এবং সমর্থকদের সঙ্গে নিয়ে বুধবার বিকালে জেলা শহরে হেলিকপ্টার প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ এবং কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সংক্ষিপ্ত পথসভা করেছেন। জানা গেছে, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মরহুম তফসির উদ্দিন খানের সুযোগ্য সন্তান জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ হাসান খান অভ্র। পিতার অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করার লক্ষ্যে ২১ মে হেলিকপ্টার প্রতীকে সবার ভোট প্রার্থনা করছি।

সম্মেলন অনুষ্ঠিত

ম স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল

টাঙ্গাইলের মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরিবেশ বিজ্ঞান ও সম্পদ ব্যবস্থাপনা বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্জ (ভিসি) প্রফেসর ডক্টর মো. ফরহাদ হোসেন। বিশ্ববিদ্যালয়ের এনভায়রন মেন্টাল সায়েন্স অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডক্টর এএসএম সাইফুলস্নাহর সভাপতিত্বে ওই আন্তর্জাতিক সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ডক্টর মোবারক আহমেদ খান, প্রফেসর ডক্টর মারিও ডিলোসরি ইয়েস প্রফেসর ডক্টর মেই-ফেঙচাইন। বিশেষ অতিথি ছিলেন, প্রফেসর ডক্টর এআরএম সোলাইমান, প্রফেসর ডক্টর মো. সিরাজুল ইসলাম ও প্রফেসর ডক্টর উমর ফারুক। সম্মেলনের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন ডক্টর তন্ময় রায় তুষার।

মা দিবস

ম কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জ জেলার কাশিয়ানীতে যথাযোগ্য মর্যাদায় মা দিবস পলিত হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মো. রাসেদুজ্জামানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, পরিবার পরিকল্পনা অফিসার মো. জহিরুল ইসলাম, সমাজসেবা অফিসার শেখ বজলুর রশিদ, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, সাব-ইন্সপেক্টর উত্তম কুমার সেন, কাশিয়ানী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. নিজামুল আলম মোরাদ, সাংবাদিক শহিদুল আলম মুন্না প্রমুখ।

কর্মকর্তার যোগদান

ম ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাটে নবাগত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে যোগদান করেন ডা. মো. সালাউদ্দিন আহমেদ খান। গত ৮ মে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রজ্ঞাপনে এ উপজেলায় স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা হিসেবে তাকে পদায়ন করা হয়। একই পরিপত্রে ডা. মোহাম্মদ তৌহিদুল আনোয়ারকে গাইবান্ধা সদর হাসপাতালে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার তিনি উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মোহাম্মদ তৌহিদুল আনোয়ারের কাছ থেকে নবাগত উপজেলা স্বাস্থ্য প. প. কর্মকর্তা ডা. মো. সালাউদ্দিন আহমেদ খান তার দাপ্তরিক দায়িত্ব ভার গ্রহণ করেন।

মাসিক সভা

ম তিতাস (কুমিলস্না) প্রতিনিধি

কুমিলস্নার তিতাসে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদের দ্বিতীয় তলার সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল হাসানের সভাপতিত্বে এ সময় ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আশিক-উর-রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সরফরাজ হোসেন খান, তিতাস থানার ওসি (তদন্ত) মো. নুরুল আমিন, প্রাথমিক শিক্ষা অফিসার লায়লা পারভীন বানু, মাধ্যমিক শিক্ষা অফিসার রফিক উদ্দিন আহমেদ, সমাজসেবা অফিসার মো. সেতারুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মহসীন ভূঁইয়া।

অবহিতকরণ সভা

ম কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে সার্বজনীন পেনশন স্কিম সম্পর্কে অবহিতকরণ ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ ময়েজউদ্দিন অডিটরিয়ামে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম ইমাম রাজী টুলুর সভাপতিত্বে ও সহকারী কমিশনার ভূমি নূরী তাসমিন ঊর্মির পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন গাজীপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) মো. ওয়াহিদ হোসেন, পৌর মেয়র এস.এম রবীন হোসেন।

ওরিয়েন্টেশন

ম গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপায় পিপিইপিপি-ইইউ প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে সরকারি বিদ্যমান সেবাসমূহ অবহিতকরণ এবং ইউএনও ও অন্যান্য কর্মকর্তাদের নিয়ে ওরিয়েন্টেশন হয়েছে। বৃহস্পতিবার ওয়েভ ফাউন্ডেশনের বাস্তবায়নে উপজেলা পরিষদ মিলনায়তনে ওয়েভ ফাউন্ডেশন, গলাচিপা'র এরিয়া ম্যানেজার আব্দুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. নাসিম রেজা। অন্যান্যের মধ্যে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার, উজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী।

গণশৌচাগার উদ্বোধন

ম স্টাফ রিপোর্টার, নীলফামারী

স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে নীলফামারী পৌরসভার উদ্যোগে আধুনিক মানসম্মত গণশৌচাগার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা শহরের চৌরঙ্গি মোড়ে সাঁত লাখ টাকা ব্যয়ে পরিবেশসম্মত এই শৌচাগারের উদ্বোধন করা হয়। নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। এ সময় ছিলেন নীলফামারী পৌরসভার নির্বাহী কর্মকর্তা মশিউর রহমান, নির্বাহী প্রকৌশলী তারিক রেজা ও সহকারী প্রকৌশলী হামিদুর রহমান ছাড়াও পৌরসভার সব কাউন্সিলররা।

ওরিয়েন্টেশন

ম ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি

বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের আওতায় শরীয়তপুরের ডামুড্যায় গ্রাম পুলিশদের নিয়ে গ্রাম আদালত বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন বেগম সেতুর আয়োজনে ইউনিয়ন পরিষদের সব গ্রাম পুলিশের অংশগ্রহণে এ ওরিয়েন্টেশনটি অনুষ্ঠিত হয়। উপজেলা কো-অর্ডিনেটর উৎপল মন্ডলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ডিস্টিক্ট ম্যানেজার মো. আল-ফারুক গাজী। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রেস ক্লাব সাংগঠনিক সম্পাদক কালাম সরদার, সাংবাদিক আরিফ বিলস্নাহ নাছিম, ভেদরগঞ্জ উপজেলা কো-অর্ডিনেটর মো. জামাল হোসেন প্রমুখ।

সমাপনী ঘোষণা

ম গাংনী (মেহেরপুর) প্রতিনিধ

মেহেরপুরের গাংনীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার পুষ্টি সপ্তাহের সমাপ্তি ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতম সাহা। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার সুপ্রভা রাণীর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুর রউফ ও মহিলাবিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন। এ সময় বক্তব্য রাখেন, আবাসিক মেডিকেল অফিসার আব্দুল আল মারুফ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুর রউফ, গাংনী প্রেস ক্লাব সহসভাপতি মজনুর রহমান আকাশ, সাধারণ সম্পাদক মাহাবুব আলম।

শিক্ষার্থীদের সংবর্ধনা

ম শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার শ্রীমঙ্গল উপজেলা প্রেস ক্লাবের হল রুমে উপজেলা প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট আজাদুর রহমান আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রাক্তন বিভাগীয় স্বাস্থ্য প্রধান ডা. হরিপদ রায়। কৃতী শিক্ষার্থী রাফার পিতা সিনিয়র সাংবাদিক এম এ রকিব, উপজেলা প্রেস ক্লাবের কার্যকরী কমিটির সভাপতি শামীম আক্তার হোসেন। এ সময় ছিলেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব তারেক ইকবাল চৌধুরী, দৈনিক যায়যায়দিন পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি ও সিনিয়র সাংবাদিক শফিকুল ইসলাম রুম্মন।

উপহার প্রদান

ম কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

রাঙামাটির কাপ্তাই উপজেলার ২নং রাইখালী ইউনিয়নের রাইখালী বাজারের বাসিন্দা প্রতিবন্ধী টিটু ভট্টাচার্য পেলেন হুইল চেয়ার। বৃহস্পতিবার চন্দ্রঘোনা খ্রিষ্টিয়ান হাসপাতালের কমিউনিটি হেলথ প্রোগাম প্রকল্প হতে তাকে এই হুইল চেয়ার প্রদান করা হয়। রাইখালী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং এবং রাইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংক্য মারমা তার হাতে এই হুইল চেয়ার তুলে দেন। এ সময় ছিলেন হাসপাতালের কমিউনিটি হেলথ প্রোগামের প্রোগাম ম্যানেজার বিজয় মারমাসহ ইউনিয়ন পরিষদের সদস্যরা।

পুষ্টি সপ্তাহ উদযাপন

ম ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি

'স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে খাবার খাবো পুষ্টি গুণে' এই প্রতিপাদ্যকে সামনে রেখে উন্নয়ন সংঘের জেসমিন প্রকল্প ইসলামপুর উপজেলায় সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করেন। উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে পুষ্টি সপ্তাহ শুভ উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এ এম আবু তাহের। এ সময় ছিলেন ছিলেন, ইসলামপুর উপজেলা কৃষি অফিসার এ এল এম রেজুয়ান, উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের স্বাস্থ্য পরিদর্শক মোছা: মনোয়ারা বেগম, পরিসংখ্যানবিদ সাইফুল ইসলাম, জেসমিন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী বিজন কুমার দেব, নিউট্রিশন অফিসার রেবেকা সুলতানা।

হারভেস্টার বিতরণ

ম মনোহরগঞ্জ (কুমিলস্না) প্রতিনিধি

কুমিলস্নার মনোহরগঞ্জে কৃষকের মাধ্যে কম্বাইন হারভেস্টার বিতরণ করা হয়েছে। বুধবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপজেলা পরিষদ মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা উজালা রানী চাকমা উপজেলার হাসনাবাদ ইউপির আশিয়াদারী গ্রামের কৃষক মো. সোহাগের হাতে এ কম্বাইন হারভেস্টার হস্তান্তর করেন। এ সময় ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিলন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. শাহআলম, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সেলিম আহম্মদ, উপসহকারী কৃষি কর্মকর্তা সমর বাবু, সাইফুল ইসলাম, গোলাম সারোয়ার।

মতবিনিময় সভা

ম স্টাফ রিপোর্টার, পিরোজপুর

আগামী ১৮ মে বাংলাদেশ আওয়ামী যুবলীগ পিরোজপুর জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেল সফল করার লক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে যুবলীগের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার জেলা যুবলীগের আয়োজনে পিরোজপুর প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় পিরোজপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শমীম, সাধারণ সম্পাদক এস এম তানভীর আহম্মেদ, সাবেক সভাপতি মাহমুদ হোসেন, সাবেক সভাপতি মনিরুজ্জামান নাসিম আলীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত্মত ছিলেন।

বিজ্ঞান মেলা

ম স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল

'বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি' স্স্নোগানে টাঙ্গাইলে তিন দিনব্যাপী বিজ্ঞান মেলা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার টাঙ্গাইল কালেক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম। বিজ্ঞান মেলায় অংশগ্রহণকারী ক্ষুদে বিজ্ঞানী ও কুইজ প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

বাছুর বিতরণ

ম গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপায় ২০২৩-২০২৪ অর্থবছরে 'ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প' (প্রথম সংশোধিত) এর আওতায় বিকল্প কর্মসংস্থানের উপকরণ হিসেবে জেলেদের মাধ্যে ৩২টি বকনা বাছুর বিতরণ করা হয়েছে। উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবীর সভাপতিত্বে প্রধান অতিথি থেকে জেলেদের মাধ্যে এসব বকনা বাছুর বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন আল হেলাল। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. নাসিম রেজা। অন্যান্যের মধ্যে ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সজল দাস, গলাচিপা থানার ওসি তদন্ত মোকাম্মেল হক।

প্রথম স্থান অর্জন

ম নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি

জাতীয় শিশু কিশোর সাংস্কৃতিক প্রতিযাগিতায় প্রথম স্থান অধিকার করার গৌরব অর্জন করেছে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার মাহির তাজওয়ার নাঈম। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিষ্ঠিত ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত জাতীয় শিশু কিশোর সাংস্কৃতিক প্রতিযাগিতা ২০২৪-এ অংশগ্রহণ করে খ-গ্রম্নপের কবিতা আবৃত্তি বিষয়ে অংশগ্রহণ করে প্রথম স্থান অধিকার করে সে। মাহির নাগেশ্বরী ডিএম একাডেমি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র এবং স্বনামধন্য আবৃত্তি সংগঠন 'কথক'-এর নিয়মিত সদস্য। তার বাবা আব্দুস ছালাম সরকার পেশায় একজন শিক্ষক এবং মা মহসিনা বেগম কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আবৃত্তি শিক্ষক।

শুভ উদ্বোধন

ম কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি

কচুয়ায় সাসটেইনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রকল্পের আওতায় খাল পুনঃখনন কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার কচুয়া উপজেলার রাঢ়ীপাড়া ইউনিয়নে খাল পুনঃখননের শুভ উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিক কাজী সাইদুজ্জামান সাইদের সঞ্চালনায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা প্রনব কুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জী, বিশেষ অতিথি ছিলেন কচুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসা. তাছলিমা বেগম, কচুয়া থানা অফিসার ইনচার্জ মো. মহসীন হোসেন, রাঢ়ীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমা আক্তার।

উম্মুক্ত বাজেট

ম বোদা (পঞ্চগড়) প্রতিনিধি

পঞ্চগড়ের বোদা উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়ন পরিষদের উম্মুক্ত বাজেট সভা বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। ইউপি চেয়ারম্যান মো. সাহেব আলীর সভাপতিত্বে বাজেট সভায় ইউপি সচিব মো. রবিউল হক উম্মুক্ত বাজেট ঘোষণা করেন। বাজেট সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক ইউপি সচিব এ কে এম ফজলুর হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অরুন কুমার বর্মন। এসময় ইউপি সদস্য/সদস্যাসহ স্থানীয় গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণ কর্মশালা

ম বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার বারহাট্টা বেসরকারি উন্নয়ন সংস্থা 'আশা' শিক্ষা কর্মসূচির আওতায় দুই দিনব্যাপী বারহাট্টা ব্রাঞ্চের ত্রৈমাসিক কর্মসূচি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বারহাট্টা-১ জেলা- নেত্রকোণা (বারহাট্টা) ব্রাঞ্চের নিজ কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। আশা বারহাট্টা-১ ব্রাঞ্চের সিনিয়র ব্যাঞ্চ ম্যানেজার মো. আবুল কাসেম, নেত্রকোণা সদর জেলা ব্রাঞ্চের আশা শিক্ষা অফিসার মো. আশিক উলস্নাহ, বারহাট্টা-১ ব্রাঞ্চের শিক্ষা সুপারভাইজার মো. কামরুল ইসলাম, মোহনগঞ্জ উপজেলার সহকারী শিক্ষা অফিসার বিপস্নব সরকারের সার্বিক দিক নির্দেশনামূলক কর্মশালায় বিভিন্ন এলাকার ১৫ জন শিক্ষা সুপারভাইজার ও সেবিকার মধ্যে প্রশিক্ষণ শুরু করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে