রাস্তা থাকার পরও নতুন রাস্তা নির্মাণের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রকাশ | ১৭ মে ২০২৪, ০০:০০

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ১নং কাংশা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের উত্তর পানবর গ্রামে বৃহস্পতিবার সকালে রাস্তা থাকার পরও নতুন রাস্তা নির্মাণের উদ্যোগ নেওয়ার প্রতিবাদে বাজারে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে শ্রী কানু রাম চন্দ্র কোচ লিখিত বক্তব্য পাঠ করে বলেন ইউপি সদস্য শাহাজাহান মিয়া তার মেয়ের শ্বশুরবাড়ি ব্যক্তিগতভাবে মাত্র একটি পরিবার চলাচলের জন্যে নতুন রাস্তা নির্মাণ করার উদ্যোগ গ্রহণ করে। রাস্তাটি নির্মাণ করা হলে অসহায় ক্ষুদ্র কৃষকের কৃষি জমি নষ্ট ও আদিবাসী পরিবারের রেকর্ডিও সম্পদসহ অন্যান্য ব্যক্তির কৃষি জমির ব্যাপক ক্ষতি সাধিত হবে। সংশ্লিষ্ট ব্যক্তিরা সরজমিনে পরিদর্শন না করে রাস্তা নির্মাণের উদ্যোগ গ্রহণ করার ফলে গ্রামে উত্তেজনা বিরাজ করছে। পুরনো রাস্তাটি সংস্কারসহ নতুন রাস্তা বাহির করা থেকে বিরত থাকার জন্যে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা প্রশাসনের প্রতি আহ্বান রাখেন ভুক্তভোগী পরিবাররা। সংবাদ সম্মেলনে আবু বক্কর সিদ্দিক, শ্রী ক্ষমানন্দ কোচ, ও সুলতান মিয়াসহ এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।