বাজিতপুরে ৮ মাসের শিশু উদ্ধার, পুলিশকে এলাকাবাসীর শুভেচ্ছা

প্রকাশ | ১৭ মে ২০২৪, ০০:০০

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
যে যেই পেশায় থাকুক না কেন, কর্তব্যের জন্য তাকে ওই কাজ শেষ করতে হয়। এরই একটি উদাহরণ ক্রাইম অ্যান্ড অবস্‌ অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আল আমিন, বাজিতপুর থানার অফিসার ইনচার্জ মুর্শেদ জামান ও মামলা তদন্তকারী কর্মকর্তা মো. শাহীন সর্দার। পিছু না হটে আট মাসের শিশু নূর মোহাম্মদকে লালমনিরহাটের সদর থেকে গত ১৪ মে উদ্ধার করেছে একদল পুলিশ। একই সঙ্গে অপহরণকারী লালমনিরহাট সদরের মোস্তফি গ্রামে বালাপাড়া এলাকা হতে আতিকুল ইসলাম আতিক (২৪) ও প্রীতি আক্তারকে (২৪) গ্রেপ্তার করে। পরে বুধবার সন্ধ্যার দিকে কিশোরগঞ্জ কোর্টে চালান দিয়েছে। পরে বিকালে বাদী লিপি আক্তারকে নিয়ে সাংবাদিকদের উপস্থিতিতে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। প্রেস ব্রিফিং শেষে বুধবার রাতে বাজিতপুর থানায় বাদী লিপি আক্তার তার স্বামী শরিফ মিয়াসহ পিপড়াদী গ্রামের প্রায় অর্ধশত গ্রামবাসী থানার ওসি মুর্শেদ জামান ও সব পুলিশকে এলাকাবাসী মানবিক কাজের জন্য শুভেচ্ছা জানিয়েছেন।