শিক্ষক হওয়ার স্বপ্নপূরণ হলো না সুরভীর

পূর্বধলায় বিল থেকে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার তিন জেলায় ৩ জনের আত্মহত্যা

প্রকাশ | ১৭ মে ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
রাজশাহীর গোদাগাড়ীতে এক গৃহবধূকে বালিশ চাপা দিয়ে হত্যা করেছে স্বামী। এদিকে নেত্রকোনার পূর্বধলায় বিল থেকে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়াও তিন জেলায় আরও তিনজনের আত্মহত্যার ঘটনা ঘটেছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর- গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি জানান, রাজশাহীর গোদাগাড়ীতে এক গৃহবধূকে বালিশ চাপা দিয়ে হত্যা করে পালিয়েছে স্বামী। পারিবারিক কলহের জেরে এমন ঘটনা ঘটেছে বলে মনে করছে পুলিশ। বুধবার রাতে ঘটনা ঘটেছে বলে জানা গেছে। সূত্রে জানা যায়, বুধবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) নিয়োগের ফলাফল প্রকাশিত হয়। ফলাফলে সুরভী খাতুন উত্তীর্ণ হন। অপরদিকে স্বামী মোস্তাফিজুর রহমান একই পরীক্ষায় অংশগ্রহণ করলেও উত্তীর্ণ হতে পারেননি। সকাল সাড়ে ৮টার দিকে সুরভীর মা তাদের ডাকতে গেলে কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরে ঢুকে দেখেন মেয়ের মরদেহ বিছানায় পড়ে আছে। জামাই মোস্তাফিজুর রহমান ঘরে নেই। গোদাগাড়ী সার্কেল সহকারী পুলিশ সুপার সোহেল রানা বলেন, 'প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে তাকে হত্যা করা হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি জানান, নেত্রকোনার পূর্বধলার রাজধলা বিল থেকে আকিব হাসান মাহিন (১৭) নামের স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের ডুবুরি দল। সে উপজেলার রাজপাড়া গ্রামের ফারুক আহমেদের ছেলে ও পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্র্থী। জানা যায়, গত বুধবার বিকাল ৩টার দিকে আকিবকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় একই বিদ্যালয়ে পড়ুয়া তারই সহপাঠী সাইমন ও আবির হোসেন নামে দুই বন্ধু। পরে অপর দুই বন্ধু বাসায় ফিরলেও ফেরেনি আকিব হাসান। রাত ১০টা পর্যন্ত আকিব হাসান মাহিন বাসায় না ফেরায় তার আত্মীয় স্বজন রাতভর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন। পরে বৃহস্পতিবার ভোরে রাজধলা বিলের উত্তরপাড়ে তার পরিহিত জামা ব্যবহৃত মোবাইল পাওয়া যায়। পূর্বধলা থানার ওসি রাশেদুল ইসলাম জানান, 'স্কুলছাত্র আকিব হাসান মাহিনের মরদেহ রাজধলা বিল থেকে উদ্ধার করা হয়েছে। মরদেহের সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য লাশ নেত্রকোনা মর্গে পাঠানো হয়েছে। দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি জানান, নেত্রকোনার দুর্গাপুরে একটি গাছে ঝুলন্ত অবস্থায় ইলাল খান (৪০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের শ্রীপুর গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়।  নিহত ইলাল খান শ্রীপুর গ্রামের মৃত আবুল হাসান খানের ছেলে। সে মানসিকভাবে অসুস্থ ছিল বলে জানা গেছে। এ প্রসঙ্গে দুর্গাপুর থানার উপ-পরিদর্শক আবু শরীফ বলেন, দীর্ঘদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। এ কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনি কার্যক্রম চলমান রয়েছে। ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি জানান, চাঁদপুরের ফরিদগঞ্জে ক্যানসারে আক্রান্ত স্ত্রীকে বাঁচাতে বিভিন্ন ব্যাংক ও এনজিও সংস্থা থেকে ঋণ গ্রহণ করে সেই ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে এবং স্ত্রীর সুচিকিৎসা করাতে না পেরে আবদুল মালেক মজুমদার (৬০) নামের এক বৃদ্ধ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার ভোরে উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের শাশিয়ালী গ্রামের মজুমদার বাড়িতে এ ঘটনা ঘটে। সংবাদ পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। আবদুল মালেক মজুমদার ওই গ্রামের মৃত সেকান্দর আলীর ছেলে। ফরিদগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক খোকন চন্দ্র দাশ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছি। চৌদ্দগ্রাম (কুমিলস্না) প্রতিনিধি জানান, কুমিলস্নার চৌদ্দগ্রামে অশালীন গালাগালের অপমান সহ্য করতে না পেরে পলি আক্তার (১৮) নামে এক নারী শ্রমিক আত্মহত্যা করেছেন। এ ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গোলাপ মিয়া নামে এক অপর এক ইটভাটা শ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত পলি আক্তার সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার ইসলামপুর গ্রামের মফিজ আলীর মেয়ে। গ্রেপ্তারকৃত গোলাপ মিয়া একই উপজেলার মৌউজ আলীর ছেলে। বৃহস্পতিবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ত্রিনাথ সাহা। তিনি জানান, লাশ উদ্ধার শেষে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।