রোববার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১

মাদারীপুরে মহাসড়ক অবরোধ করে ইজিবাইক শ্রমিকদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, মাদারীপুর
  ১৭ মে ২০২৪, ০০:০০
মাদারীপুরে মহাসড়ক অবরোধ করে ইজিবাইক শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ -যাযাদি

মাদারীপুরে বাস মালিক সমিতির চেকপোস্ট অপসারণের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছেন ইজিবাইক শ্রমিকরা। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত খাগদী বাসস্টান্ড থেকে শুরু করে মাদারীপুর পুরাতন বাসস্ট্যান্ড পর্যন্ত সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তির শিকার হন সাধারণ যাত্রীরা। জেলা প্রশাসনের মধ্যস্ততায় অবরোধ তুলে নেন শ্রমিকরা। জানা গেছে, চাঁদাবাজি বন্ধ, শহরে ইজিবাইক নির্বিঘ্নে চলাচলসহ ইজিবাইকের ওপর চেকপোস্টে থাকা লোকজনের হামলা, ইজিবাইক ভাঙচুর বিভিন্ন সময় আটক হওয়া ইজিবাইক ফেরত দেওয়াসহ ৫ দফা দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন ইজিবাইক শ্রমিকরা। পরে মাদারীপুর-শরীয়তপুর-চাঁদপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে সমাবেশ করেন তারা। এতে প্রায় ৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। ইজিবাইক শ্রমিকরা জানান, 'মাদারীপুর নতুন বাসস্ট্যান্ড ও উকিলবাড়ির চেকপোস্টে বাস মালিক সমিতির শ্রমিকদের অত্যাচারে আমরা অতিষ্ঠ। তারা কথায় কথায় আমাদের গাড়ি ভাঙচুরসহ টায়ার ছিদ্র করে দেয়। আমরা এই চেকপোস্ট অপসারণের জোর দাবি জানাই।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে