শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১

দৌলতপুর উপজেলা নির্বাচনে দ্বিমুখী লড়াইয়ের সম্ভাবনা

দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
  ১৬ মে ২০২৪, ০০:০০
দৌলতপুর উপজেলা নির্বাচনে দ্বিমুখী লড়াইয়ের সম্ভাবনা

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় আটটি ইউনিয়নে মোট খসড়া ভোটার সংখ্যা-এক লাখ ৫৪ হাজার ৪৯১ জন। পুরুষ ভোটার-৭৭ হাজার ৭৭১ জন, মহিলা ভোটার-৭৬ হাজার ৪৩০ জন। দ্বিতীয় ধাপে আগামী ২১ মে দৌলতপুর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। চেয়ারম্যান পদে ছয়জন প্রার্থী, ভাইস-চেয়ারম্যান পদে তিনজন, মহিলা ভাইস-চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী লড়ছেন। উপজেলা পরিষদ নির্বাচনে ভোটের লড়াইয়ে এগিয়ে পুড়ান এবং নতুন মুখের দ্বিমুখী লড়াই হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে।

প্রতীক বরাদ্দের পর থেকে প্রার্থীরা নির্বাচনী মাঠ চসে বেড়াচ্ছেন। চেয়ারম্যান প্রার্থীরা হলেন- উপজেলার বর্তমান চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম রাজা (কাপপিরিচ), জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলার সাবেক সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ (মোটরসাইকেল), উপজেলা কৃষক লীগের আহ্বায়ক কামরুজ্জামান নাঈম (হেলিকপ্টার), সদ্য পদত্যাগকারী চকমিরপুর ইউপি চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম শফিক (দোয়াত কলম), উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আমিনুর রহমান (ঘোড়া), জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম (আনারস)।

ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা হলেন- বর্তমান ভাইস-চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ কে এম নাসির উদ্দিন আবুল (টিয়া), উপজেলা আওয়ামী লীগের সদস্য সামছুর রহমান শাহিন (টিওবয়েল), ছাত্রলীগের সাবেক নেতা সাজ্জাদ হোসেন মোমিন (তালা)। মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা হলেন- বর্তমান ভাইস-চেয়ারম্যান ও উপজেলা মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক জাহানারা আক্তার (প্রজাপ্রতি) সাবেক ভাইস-চেয়ারম্যান কুলছুম আরা (হাঁস), ফরিদা ইয়ামিন (ফুটবল), আনোয়ারা সুলতানা (ফ্যান ) ও দোলনা বেগম (কলস)।

এদিকে প্রার্থীরা ইতোমধ্যে ব্যাপক গণসংযোগ শুরু করেছেন। উপজেলা সদর, গ্রামগঞ্জে, হাটবাজারে, রাস্তাঘাটে গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার, ফেস্টুন, পোস্টার শোভা পাচ্ছে। কাক-ডাকা ভোর থেকে প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন। দিন যত ঘনিয়ে আসছে ভোটের হিসাব পাল্টে যাচ্ছে। এদিকে ইভিএম ভোটে এই প্রথম ভোটগ্রহণ হবে তাই ভোটার উপস্থিতি নিয়ে নানা প্রশ্ন সামনে আসছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে