চন্দনাইশে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

প্রকাশ | ১৬ মে ২০২৪, ০০:০০

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের চন্দনাইশের সীমান্তবর্তী সাতকানিয়ার খাগরিয়া ইউনিয়নের মাইজপাড়া গ্রামের নুর মোহাম্মদ কর্তৃক জমি নিয়ে বিরোধের জেরে করা সংবাদ সম্মেলনের তীব্র প্রতিবাদ করে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন একই এলাকার আবুল কালামের পরিবার। বুধবার সকাল সাড়ে ১১টায় দোহাজারী পৌরসভাস্থ একটি রেস্টুরেন্টে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আবুল কালামের মেয়ে আরিফা সুলতানা তোহা। এ সময় তিনি বলেন, 'গত সোমবার আমাদের প্রতিপক্ষ নুর মোহাম্মদ সংবাদ সম্মেলনের মাধ্যমে বলেছেন, আমরা নাকি তাদের পৈতৃক ও মৌরশি সম্পত্তি মনির আহমদের কাছ থেকে খাজনায় নিয়ে তথায় ঘরবাড়ি তৈরি করে আর ফেরত দিচ্ছি না। ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আবুল কালাম জানান, 'প্রকৃত ঘটনা হলো আমি সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নে নগেন্দ্র লাল মজুমদারের দুই ছেলে শচীন্দ্র লাল মজুমদার ও হীরেন্দ্র লাল মজুমদারের কাছ থেকে ১৯৮৬ সালের ২৭ সেপ্টেম্বর দেড় গন্ডা জমি কিনেছি। পরবর্তীতে আমাদের জমির ওপর দৃষ্টি পড়ে মনির আহমদের।' আমরা এই মিথ্যা সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।