জনপ্রিয় হচ্ছে কম্বাইন্ড হারভেস্টার মেশিন ফটিকছড়িতে কৃষি যন্ত্রপাতি বিতরণ

প্রকাশ | ১৬ মে ২০২৪, ০০:০০

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের ফটিকছড়ির গ্রামাঞ্চলে জনপ্রিয় হয়ে উঠছে ধান কাটার আধুনিক যন্ত্র 'কম্বাইন্ড হারভেস্টার' মেশিন। অল্প সময় ও কম খরচে দ্রম্নত ধান মাড়াইয়ের এই যন্ত্রটি এখন কৃষকদের ভরসা হয়ে দাঁড়িয়েছে। সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রীকরণ প্রকল্প এর আওতায় উন্নয়ন সহায়তা (ভর্তুকি) মাধ্যমে কৃষি যন্ত্রপাতি বিতরণ হিসেবে দু'জন কৃষকের মধ্যে কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ করেছে ফটিকছড়ি উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। গত মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে এ মেশিন বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেজবাহ উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসানুজ্জামান, উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হাসানুল কবির, প্রণবেশ মহাজন, মোস্তফা কামাল, তানভীর আহমেদ, মো. সেলিম প্রমুখ। কৃষি অফিস সূত্র জানা যায়- হারভেস্টার মেশিন দিয়ে শুধু ধানকাটা নয়, একই সঙ্গে মাড়াই, পরিষ্কার ও সংগ্রহ করা যায়। শহরের মতো কৃষির আধুনিকতা এখন গ্রামে গ্রামে ছড়িয়ে পড়ছে। সনাতন পদ্ধতিতে ধান কেটে কৃষকদের ধান উৎপাদনে তেমন বেশি লাভ হতো না। খরচ পুষিয়ে অনেক ক্ষেত্রেই তাদের লোকসানের মুখে পড়তে হতো। কারণ ধান কাটার মজুরি খরচ, বাজার দর ও উৎপাদনের ওপর নির্ভর করত লাভ কেমন হবে। কিন্তু দিন বদল হয়েছে। এখন কৃষি ক্ষেত্রেও এসেছে আধুনিকতার ছোঁয়া। এখন ফটিকছড়িতেও ছড়িয়ে পড়েছে ধান কাটার আধুনিকতা। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসানুজ্জামান বলেন- জমিচাষে গরুর বদলে ব্যবহৃত হচ্ছে পাওয়ার টিলার ও ট্রাক্টর আর ধান কাটতে ব্যবহৃত হচ্ছে কম্বাইন্ড হারভেস্টার। বিভিন্ন সময়ে কৃষকরা ধান কাটার সময় পড়তে হয় শ্রমিক সমস্যায়। খরচও হয় অধিক টাকা। পড়তে হয় লোকসানে। এখন সব কিছুতেই আধুনিকতার ছোঁয়া লেগেছে। আশা করি ফটিকছড়ির মানুষ কৃষিতেও বিনিয়োগ করবে এবং কম্বাইন্ড হারভেস্টার মেশিন ব্যবহারে আগ্রহী হবে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরী বলেন, আধুনিক হারভেস্টার মেশিন কৃষকদের জন্য সুফল বয়ে আনছে। কারণ এতে সময় এবং অর্থ দুটো কম লাগছে। আস্তে আস্তে সব এলাকায় মেশিনটি ছড়িয়ে দিতে পারলে কৃষকরা উপকৃত হবেন। এতে কৃষকরা ঘুরে দাঁড়াতে পারবেন। আধুনিক এ মেশিনটি প্রতি কৃষকদের আগ্রহ বাড়ছে।