রাজারহাটে অগ্নিকান্ডে ২টি বাড়ি আগুনে পুড়ে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি

প্রকাশ | ১৬ মে ২০২৪, ০০:০০

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের রাজারহাটে ভয়াবহ অগ্নিকান্ডে দুটি বাড়ি আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে প্রায় তিন লাখ টাকার ক্ষতিসাধিত হয়েছে। বর্তমানে পরিবার দুটি খোলা আকাশের নিচে বাস করছে। এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত পরিবার দুটি জানান, রোববার রাত আড়াইটার দিকে উপজেলার নাজিমখান ইউনিয়নের সোমনারায়ণ গ্রামের বাছির উদ্দিনের ছেলে মকবুল হোসেনের বাড়িতে আগুনের লেলিহান শিখা দেখতে পায় বাড়ির লোকজন। তাদের আর্তচিৎকারে এলাকাবাসীরা ছুটে এসে আগুন নিভানোর চেষ্টা চালায়। কিন্তু ততক্ষণে তার ভাই নুর ইসলামের বাড়িতেও আগুন ছড়িয়ে পড়ে। আগুনের শিখায় বাড়ি দুটি প্রজ্বলিত হয়ে উঠে। খবর পেয়ে রাজারহাট থেকে অগ্নিনির্বাপন বাহিনী গিয়ে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এ সময় আগুনে ১০ হাজার টাকাসহ বাড়ি দুটির চারটি টিনের ঘর, আসবাবপত্র, ধান-চাল পুড়ে ছাই হয়ে যায়। কয়েলের আগুন থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবাররা ধারণা করছে। বিষয়টি রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান পিপিএম নিশ্চিত করেছেন।