ফরিদপুরে নকল ওরস্যালাইন তৈরির কারখানা সিলগালা

পটুয়াখালীতে নদী তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ দুই জেলায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

প্রকাশ | ১৬ মে ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
পটুয়াখালীর লাউকাঠী নদীর তীরভূমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে বিআইডবিস্নউটিএ ও জেলা প্রশাসনের অভিযান -যাযাদি
ফরিদপুরে নকল ওরস্যালাইন তৈরির কারখানা সিলগালা করা হয়েছে। এদিকে পটুয়াখালীর লাউকাঠী নদীর তীরবর্তী অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ ছাড়াও মেহেরপুরের মিষ্টান্ন ভান্ডারকে ও কুড়িগ্রামের নাগেশ্বরীতে পাখি শিকারের দায়ে তিন জনের জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর- ফরিদপুর প্রতিনিধি জানান, ফরিদপুর সদর উপজেলার কানাইপুরে নকল ওরস্যালাইন তৈরির কারখানা সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় নকল পণ্য উৎপাদন করায় দুই লাখ টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসনের এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.এস.এম শাহাদাত হোসেন এই অভিযান চালান। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, 'অভিযানে সেখানে দুই লাখ পিসের অধিক নকল স্যালাইনের প্যাকেট পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুই লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে গোডাউন ও কারখানা সিলগালা করা হয়। পটুয়াখালী প্রতিনিধি জানান, পটুয়াখালীর লাউকাঠী নদীর তীরবর্তী অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডবিস্নউটিএ কর্তৃপক্ষ ও জেলা প্রশাসন। বুধবার সকালে পটুয়াখালী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসমাইল রহমানের নেতৃত্বে এই অভিযান শুরু হয়। অভিযানের প্রথম দিন লাউকাঠী নদীর উত্তর পাড়ে গড়ে ওঠা চারটি অবৈধ ডকইয়ার্ড অপসারণ করা হয়েছে। এ ছাড়া লাউকাঠী নদীর দক্ষিণ পাড়ে স্বনির্ভর সড়কে নদীর জায়গায় গড়ে ওঠা বেশ কিছু অবৈধ কাঁচাপাকা স্থাপনা অপসারণ করা হয়। অভিযান পরিচালনাকালে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারেক হাওলাদার, বিআইডবিস্নউটিএর সহকারী পরিচালক মামুনুর রশীদসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল পরিমাণ সদস্য উপস্থিত ছিলেন। গাংনী (মেহেরপুর) প্রতিনিধি জানান, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি এবং স্বাস্থ্যবিধি অমান্য করার অপরাধে মেহেরপুরের গাংনীতে আমিন মিষ্টান্ন ভান্ডার থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। বুধবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুর-চুয়াডাঙ্গা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ এই জরিমানা আদায় করেন। অভিযানে উপস্থিত ছিলেন- মেহেরপুর জেলা কৃষি বিপণন কর্মকর্তা আব্দুর রাজ্জাক, গাংনী উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের স্যানেটারি ইন্সপেক্টর মশিউর রহমান ও পুলিশের একটি দল। নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি জানান, কুড়িগ্রামের নাগেশ্বরীতে বন্দুক দিয়ে অবাধে পাখি শিকারের দায়ে তিনজনের কাছ থেকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা প্রশাসন কার্যালয়ে তাদের জরিমানা করেন- নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিক আহমেদ। এ সময় শিকারিদের কাছ থেকে একটি দুইনলা বন্দুক জব্দ করা হয়েছে। অভিযুক্তরা হলেন- উপজেলার কেদার ইউনিয়নের সুবলপাড় এলাকার ফরিদ আহমেদ মিলন (৪৮), তার ভাই আরিফ হোসেন (২৪) এবং একই এলাকার আব্দুস সাফি (৩৬)। নির্বাহী আদালত জানান, অভিযুক্ত তিনজন মিলে রায়গঞ্জ ইউনিয়নের দুধকুমার নদের পাড়ে মোলস্নাভিটা পাঁচমাথা ঘাট এলাকায় বন্দুক দিয়ে ১৭টি পাখি শিকার করে।