শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১

ছেলেকে ফিরে পেয়ে আবেগে আপস্নুত নাজমুলের বাবা মা

সিরাজগঞ্জ প্রতিনিধি
  ১৬ মে ২০২৪, ০০:০০
ছেলেকে ফিরে পেয়ে আবেগে আপস্নুত নাজমুলের বাবা মা

সোমালিয়ার জলদসু্যদের হাতে জিম্মি হওয়ার ৬৭ দিন পর ছেলেকে ফিরে পেয়ে আবেগে আপস্নুত নাবিক নাজমুল হকের বাবা মা। সিরাজগঞ্জের কামারখন্দের নিজ গ্রাম চর নুরনগরে বাবা মায়ের কাছে ফিরেছেন নাবিক নাজমুল হক। এর মধ্য দিয়ে নাবিকদের পরিবারের স্বজনদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো। বুধবার ভোরে উপজেলার চর নুরনগর গ্রামের বাড়ি ফেরার পর মা-বাবা, পরিবার, আত্মীয়-স্বজন এবং গ্রামবাসী আবেগে আপস্নুত হয়ে বরণ করে নেন নাজমুলকে।

বাবা-মায়ের কাছে ফেরা নিয়ে আনন্দে নাজমুল হক বলেন, 'এই আনন্দের প্রকাশ করার মতো ভাষা আমার জানা নেই। যখন জলদসু্যদের হাতে জিম্মি ছিলাম বাড়িতে কথা বলার সুযোগ শেষ হয়ে গেল। তখন মনে হয়েছে আর বুঝি বাবা-মায়ের মুখ দেখতে পাবো না। নামাজ পড়তাম আর আলস্নাহর কাছে প্রার্থনা করতাম হে আলস্নাহ তুমি আমাদের সবাইকে বাবা-মায়ের বুকে ফিরিয়ে দাও। মহান আলস্নাহ আমাদের কথা শুনেছেন। সবাই বাংলাদেশে এসে বাবা মা আত্মীয়-স্বজনের বাড়িতে পৌঁছে গেছি। বাড়িতে থাকবো বেশকিছু দিন। হয়তো কোরবানির ঈদের পর আবার জাহাজে উঠব।'

ছেলে ফিরে আসার খুশিতে মা নার্গিস খাতুন বলেন, 'আলস্নাহ তায়ালার কাছে শুকরিয়া জানাই আমার বুকের মানিক আমার কোলে ফিরে এসেছে। আমার আর কোনো কিছু চাওয়ার নেই। আমার ছেলেকে ফিরিয়ে দিতে যে সব মানুষ সাহায্য করেছেন সবার কাছে আমি কৃতজ্ঞ।'

উলেস্নখ্য এর আগে গত ১২ মার্চ সোমালিয়ার জলদসু্যদের হাতে জিম্মি হয় এমভি আবদুলস্নাহ। প্রায় ১ মাস পর এমভি আবদুলস্নাহসহ গত ১৪ এপ্রিল ভোরে জলদসু্যদের কবল থেকে মুক্ত হন ২৩ নাবিক।

বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন সুলতানা বলেন, 'আমাদের কামারখন্দে সন্তান নাজমুল নানা প্রতিকূলতা পেরিয়ে অবশেষে মায়ের কোলে ফিরছেন। এতে আমরা সবাই আনন্দিত। নাজমুলকে দেখতে তাদের বাড়িতে যাব।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে