শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১

সংবাদ সংক্ষেপ

প্রতিনিধি
  ১৫ মে ২০২৪, ০০:০০
0

গণসংযোগ ম আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি নারায়ণগঞ্জের আড়াইহাজারে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আনারস প্রতীক নিয়ে গণসংযোগে মাঠ চষে বেড়াচ্ছেন কাজী সুজন ইকবাল ওরফে ভিপি সুজন। এ উপজেলায় ২১ মে নির্বাচন অনুষ্ঠিত হবে। ভিপি সুজন আড়াই হাজারের সম্ভ্রান্ত আওয়ামী লীগ পরিবারের সন্তান এবং বীর মুক্তিযোদ্ধা প্রয়াত কাজী মোসলেহউদ্দীন আহমেদের ছেলে যিনি এলাকায় ভিপি সুজন নামে ব্যাপকভাবে পরিচিত। তিনি সরকারি সফর আলী কলেজের সাবেক ভিপি। সুজনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী হলেন- সাবেক দুইবারের নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলহাজ শাহাজালাল মিয়া (দোয়াত-কলম) এবং কালাপাহাড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপন (প্রতীক ঘোড়া)। সচেতনতামূলক সভা ম ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি জামালপুরের ইসলামপুরে স্বাবলম্বী উন্নয়ন সমিতি এসবিসি প্রকল্পের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে বিদ্যালয় ভিত্তিক সচেতনমূলক স্কুল সেশন সভা অনুষ্ঠিত। মঙ্গলবার ইসলামপুর উপজেলার পচাবহলা জামেদ আলী দাখিল মাদ্রাসায় এসবিসি প্রকল্পের প্রকল্প সুপারভাইজার আমিনা আক্তারের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ জামাল আবু নাসের চৌধুরী চার্লেস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, জামেদ আলী দাখিল মাদ্রাসার সুপার ছামিউল হক, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য আব্দুর রশিদ, ইউ মেম্বার রফিকুল ইসলাম। গণসংযোগ ম ধুনট (বগুড়া) প্রতিনিধি বগুড়ার ধুনট উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দ না হলেও জমে উঠেছে প্রার্থীদের প্রচারণা। সোমবার দিন-রাতব্যাপী ধুনট উপজেলা সদরসহ বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ করেছেন সাবেক এমপির ছেলে ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী আসিফ ইকবাল সনি। এ সময় তার সঙ্গে ছিলেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক আফসার আলী, উপজেলা আওয়ামী লীগ নেতা ইমরুল কাদের সেলিম, মহসিন আলম মিন্টু, জয়নাল আবেদীন খান, সিরাজুল হক লিটন, বেদার আলী, উপজেলা যুবলীগের সহ-সভাপতি আলিম আল রাজি বুলেট। মতবিনিময় সভা ম দেবিদ্বার (কুমিলস্না) প্রতিনিধি কুমিলস্নার দেবিদ্বার পৌরসভায় 'সর্বজনীন পেনশন স্কিম' বাস্তবায়ন সংক্রান্ত বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত। মঙ্গলবার দেবিদ্বার পৌর মিলনায়তনে পৌর মেয়র মো. সাইফুল ইসলাম শামীমের সভাপতিত্বে ও পৌর কর আদায়কারী মোহাম্মদ রকিবুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নিগার সুলতানা। এ ছাড়া বক্তব্য রাখেন দেবিদ্বার সোনালী ব্যাংক পিএলসি শাখার সিনিয়র অফিসার এ.কে.এম নাজমুল হাসান, দেবিদ্বার আলহাজ জোবেদা খাতুন মহিলা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবু তাহের। ক্রিকেট টুর্নামেন্ট ম গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি 'খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল' প্রতিপাদ্যের আলোকে পটুয়াখালীর গলাচিপায় বোয়ালিয়া খেয়াঘাট শর্টপিচ নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার পূর্ব বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় খেলার মাঠে ডা. শাহাবুদ্দিন স্মৃতি সংসদের আয়োজনে ফাইনাল খেলায় আপন ক্লাবকে পরাজিত করে পানপট্টি বাঁধঘাট ফোর্স চ্যাম্পিয়ন হয়েছে। আয়োজক কমিটির সভাপতি মো. মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবুবকর শিবলী। বসতবাড়িতে আগুন ম ডিমলা (নীলফামারী) প্রতিনিধি নীলফামারী ডিমলায় মঙ্গলবার দুপুরে উপজেলা সদরের সরদারহাট গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে ওবায়দুল ইসলামের বাড়িতে বৈদু্যতিক শর্টসার্কিটে আগুন লেগে আগুনের লেলিহান শিখা মুহূর্তেই আশপাশের বসতবাড়িতে ছড়িয়ে পড়ে ১০টি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ডিমলা ফায়ার সার্ভিসের একটি ইউনিটসহ এলাকাবাসীর সহায়তায় প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। মাসিক সমন্বয় সভা ম ধুনট (বগুড়া) প্রতিনিধি বগুড়ার ধুনটে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক ও কেয়ারটেকারদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ধুনট উপজেলা মডেল মসজিদ হলরুমে ধুনট ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার মীর আরিফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিক খান। সভায় আরও বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) নুরুল আমিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুলস্নাহেল কাফী, ইসলামিক ফাউন্ডেশন বগুড়া জেলা কার্যালয়ের ফিল্ড অফিসার রজব আলী, ধুনট উপজেলা ইমাম সমিতির সভাপতি আবু সুফিয়ান। সমাবেশ পালিত ম ভেদরগঞ্জ (শরীয়তপুর) প্রতিনিধি শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৪ মা ও শিশুর খাদ্য সমাবেশ পালিত হয়েছে। মঙ্গলবার ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের সামনে একটির্ যালি বের করে কমপেস্নক্সের সম্মেলনকক্ষে আলোচনা সমাবেশ করা হয়। অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন কুমার পোদ্দারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার রাজিবুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন- হাসপাতালে কর্মরত মেডিকেল অফিসার, কনসালট্যান্ট, স্বাস্থ্য সহকারী ও স্থানীয় নাগরিকসহ কর্মচারীরা। অবহিতকরণ কর্মশালা ম রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে দিনাজপুর অঞ্চলের টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় বস্নকপর্যায়ে ৫০ জন কৃষক-কৃষাণীর অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার এবি ফুলবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে কর্মশালায় বক্তব্য রাখেন- অতিরিক্ত কৃষি কর্মকর্তা সাবের আলম, প্রেস ক্লাব সভাপতি মোবারক আলী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ও শামিমা আকতার। পুষ্টি সপ্তাহ পালিত ম দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি 'স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে-খাবার খাবো পুষ্টিগুণে' এই প্রতিপাদ্য সামনে রেখে নেত্রকোনার দুর্গাপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৪ পালন করা হয়েছে। মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছাম্মৎ জেবুন্নেছার সভাপতিত্বে ও আবাসিক মেডিকেল অফিসার তানজিরুল ইসলাম রায়হানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা এম রকিবুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা সমাজসেবা অফিসার জোবায়ের হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাদিয়া আক্তার, মেডিকেল অফিসার রকিবুল হাসান এবং বারমারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দন দাস। ভ্রাম্যমাণ প্রশিক্ষণ ম শালিখা (মাগুরা) প্রতিনিধি মাগুরার শালিখা উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে সমবায় সংগঠনের সক্ষমতা বৃদ্ধি ও উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে দিনব্যাপী ভাম্যমাণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশিক্ষণে বক্তব্য রাখেন- ইউএনও হরেকৃষ্ণ অধিকারী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শাহীন আলম, উপজেলা সমবায় অফিসার মো. নুরোল ইসলাম। কোর্স পরিচালক ছিলেন- জেলা সমবায় কার্যালয় মাগুরার সরেজমিন তদন্তকারী পরিদর্শক মো. হাসিবুর রহমান ও সহকারী কোর্স পরিচালক ছিলেন- সহকারী পরিদর্শক মো. ইসমাইল হোসেন। প্রশিক্ষণ কর্মশালা ম কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি দিনাজপুরের কাহারোলে নকলনবীশ, দলিল লেখক ও বিবাহ নিবন্ধকদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার কাহারোল উপজেলা সাব-রেজিস্ট্রারের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মো. আমিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন- দিনাজপুর সদর সাবরেজিস্ট্রার সুব্রত কুমার সিংহ, উপজেলা হিসাব রক্ষণ অফিসার শিল্পী রানী রায়, বিরল উপজেলা সাবরেজিস্ট্রার মো. শফি আকরামুজ্জামান, উপজেলা মহিলা-বিষয়ক অফিসার আফসানা মোস্তারী। মা সমাবেশ ম গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি সিলেটের গোয়াইনঘাট উপজেলায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষে মা সমাবেশে পুষ্টিকর খাবার রান্না প্রদর্শনী ও স্বাস্থ্য পরীক্ষা অভিযান অনুষ্ঠিত হয়েছে। 'স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে, খাবার পাবো পুষ্ঠিগুণে' এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলার সদর ইউনিয়নের ছাতারগ্রামে এই অনুষ্ঠান হয়। মঙ্গলবার গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের সহযোগিতায় বক্তব্য রাখেন ও মা-শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করেন গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের এসিস্ট্যান্ট সার্জন ডা. কামরুন নাহার লিজা। ওয়ার্ল্ডভিশন গোয়াইনঘাট এপির প্রোগ্রাম অফিসার ঝলমল মারিয়ার পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি আব্দুস সালাম, গোয়াইনঘাট প্রেস ক্লাবের অর্থ সম্পাদক মিনহাজ মির্জা, সদস্য সুহিন মাহমুদ, জয়নুল হক, শিশু ফোরাম সদস্য ফয়েজ আহমদ। আলোচনা শেষে মা ও শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করেন ডা. কামরুন নাহার লিজা। কর্মী-সমর্থকের জরিমানা ম দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে পটুয়াখালীর দুমকিতে কাপপিরিচ প্রতীকের উপজেলা চেয়ারম্যান প্রার্থী মো. কাওসার আমিন হাওলাদারের চারজন কর্মী-সমর্থককে ১১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার মোটরসাইকেল মহড়া ও মিছিল দিয়ে লেবুখালীর পাগলা পায়রা পয়েন্ট অতিক্রম করে পটুয়াখালী যাওয়ার পথে ভ্রাম্যমাণ আদালত অভিযুক্তদের আটক করে এসব জরিমানা আদায় করে ছেড়ে দেন। উপজেলার সহকারী রিটার্নিং অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহীন মাহমুদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ফ্রি ভেটেরিনারি ক্যাম্পেইন ম পবিপ্রবি প্রতিনিধি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)-এর এনিম্যাল সায়েন্স ও ভেটেরিনারি মেডিসিন অনুষদের ভেটেরিনারি টিচিং হাসপাতাল এবং বিশ্ববিদ্যালয়ের মেডিসিন, সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগ কর্তৃক ফ্রি ভেটেরিনারি ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। সোমবার বরিশালের মুলাদী উপজেলার পাতারচর এলাকার শহিদ আলতাফ মাহমুদ মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে ক্যাম্পেইনে বিশেষজ্ঞ চিকিৎসক ছিলেন থেরিওজেনোলজিস্ট ও সার্জন অধ্যাপক ড. অসিত কুমার পাল, মেডিসিন সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. দিব্যেন্দু বিশ্বাস, মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ড. মো. লালমদ্দিন মোলস্না। মতবিনিময় সভা ম আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আনোয়ারায় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া তথা গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ও বর্তমান চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী। সোমবার আনোয়ারা কালা বিবি দিঘির মোড়ে তার নির্বাচনী অফিসে মতবিনিময় সভায় উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী তৌহিদুল হক চৌধুরী বলেন, 'আমি মন্ত্রী-এমপির প্রার্থী নই জনগণের প্রার্থী। জনগণই আমার শক্তি। জনগণকে সাথে নিয়ে নির্বাচনী মাঠে থাকব। সুষ্ঠু ভোট হলে জনগণ বিপুল ভোটে আমাকে নির্বাচিত করবে বলে আশা রাখি। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য।' কৃষি প্রণোদনা উদ্বোধন ম ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় খরিপ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে পাট বীজ, আউশ ধান বীজ ও সার বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করা হয়েছে ও ৫০% ভর্তুকিতে হারভেস্টার মেশিন মঙ্গলবার বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৩ আসনের সংসদ সদস্য আমানুর রহমান খান রানা। অন্যদের মধ্যে ছিলেন উপজেলা কৃষি অফিসার দিলশাদ জাহান রুপু, উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী হেদায়েত উলস্নাহ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বাহাউদ্দীন সরোয়ার রিজভী। অনুদান প্রদান ম বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের লক্ষ্ণীছড়ি অফিস পাড়ার সাধারণ জনগণের চলাচলের সুবিধার্থে বাঘাইহাট জোনের জোন কমান্ডার লে. কর্নেল খাইরুল আমিন পিএসসির উদ্যোগে পুরাতন ভাঙা ব্রিজ নির্মাণের জন্য বাঘাইহাট জোনের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করেন লক্ষ্ণীছড়ি আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ আবদুল আউয়াল। সেনাবাহিনীর এমন মহতী উদ্যোগে স্বাগত জানিয়েছেন এলাকার বাসিন্দারা। স্থানীয়রা বলেন, পাহাড়ের দুর্গম এলাকায় পাহাড়ের মানুষের যে কোনো বিপদে সেনাবাহিনী পাশে থেকে সহযোগিতা করে যাচ্ছে- এজন্য তারা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আলোচনা সভা ম ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি 'স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে খাবার খাবো পুষ্টিগুণে' এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে পিরোজপুরের ইন্দুরকানীতে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে উদ্বোধন ও আলোচন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. ননী গোপাল রায়। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আবুবক্কার সিদ্দিকী, বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মাশহিদুল হক, পরিবার পরিকল্পনা অফিসার সোহাগ হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খলিলুর রহমান, প্রেস ক্লাব সভাপতি এইচ এম ফারুক হোসাইন, উপজেলা রিপোর্টার্স ক্লাব সভাপতি অবুল কালাম গাজী। অ্যাডভোকেসি সভা ম পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি পত্নীতলায় কারিতাস রাজশাহী অঞ্চলের বাস্তবায়নে সমাজ পরিচালিত স্থায়িত্বশিল জীবিকায়ন ও সহনশীলতা কর্মসূচি (সিএমএলআরপি-২) প্রকল্পের ও জলবায়ু পরিবর্তনে আমাদের করণীয় শীর্ষক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার আকবরপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে কারিতাস রাজশাহী অঞ্চলের প্রকল্প কর্মসূচির (সিএমএলআরপি-২) কর্মকর্তা একরামূল হকের সঞ্চালনায় ও আকবরপুর ইউপি চেয়ারম্যান ওবাইদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা-বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পাল। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পত্নীতলা প্রেস ক্লাব ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ বুলবুল চৌধুরী, ইউনিয়ন ভূমি কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ও ইসহাক আলী। পোনা অবমুক্ত ম মনোহরগঞ্জ (কুমিলস্না) প্রতিনিধি কুমিলস্নার মনোহরগঞ্জে ডাকাতিয়া নদীতে মাছের পোনা অবমুক্ত করলেন জনপ্রিয় ইসলামিক বক্তা মাওলানা রফিক উলস্নাহ আফসারি। সোমবার উপজেলা সদরের মনোহরগঞ্জ বাজার ও আমতলী বাজার সংলগ্ন ডাকাতিয়া নদীতে রুই, কাতল, মৃগেলসহ বিভিন্ন দেশীয় প্রজাতির প্রায় ২০ হাজার মাছের পোনা অবমুক্ত করেন তিনি। এ সময় ছিলেন ইউপি চেয়ারম্যান আশিকুর রহমান হিরণ, সমাজসেবক মাওলানা শাহ মোহাম্মদ শফিকুর রহমান, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তি।

কমিটির সভা

ম স্টাফ রিপোর্টার, রাজবাড়ী

রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রোববার আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান। সভায় ছিলেন কমিটির উপদেষ্টা রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, রাজবাড়ীর পুলিশ সুপার জি. এম. আবুল কালাম আজাদ পিপিএম, রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন, রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল মোর্শেদ আরুজ, রাজবাড়ীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটসহ বিভিন্ন দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মতবিনিময় সভা

ম বিরল (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বিরল উপজেলায় আদিবাসীদের সংবাদ প্রকাশের লক্ষ্যে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া প্রতিনিধিগণের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিরল পৌরশহরস্থ ইএসডিও প্রেমদীপ প্রকল্প অফিসে এ সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় সভায় বক্তব্য রাখেন ইএসডিও-এর ইয়ুথ ডেভেলপমেন্ট অফিসার শাহিন রেজা, ইকোনোমিক ইনপাওয়ারমেন্ট ম্যানেজার সামসুৎ তাবরীজ, বিরল প্রেস ক্লাবের সভাপতি এম এ কুদ্দুস সরকার, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক শামু, সাবেক সভাপতি তাজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান, আতিউর রহমান, নির্বাহী সদস্য সুবল রায়, ইএসডিও প্রেমদীপ প্রকল্পের কমিউনিটি ফ্যাসিলিটেটর সুজন রেজা, আদিবাসী কমিউনিটির নেতা সুদেব সিং।

আলোচনা সভা

ম বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

বরিশালের বাবুগঞ্জ উপজেলা হিসাব রক্ষণ অফিসের আয়োজনে বাংলাদেশ কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিএজি) কার্যালয়ের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী বিশেষ সেবা কার্যক্রম শুরু হয়েছে। সোমবার উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মো. আরিফুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) সুব্রত বিশ্বাস দাস, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. মামুনুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার মো. মিজানুর রহমান, সরকারি আবুল কালাম কলেজের প্রভাষক মো. জাহাঙ্গীর হোসেন।

মাসিক সভা

ম কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তার নিজস্ব সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কালিয়াকৈর থানার ওসি তদন্ত মো. তরিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, উপজেলা প্রকৌশলী বিপ্লব পাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরোয়ার আলম, মৌচাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন, বিবি উচ্চ বিদ্যালয় শিক্ষক তোফাজ্জল হোসেন, সাংবাদিকসহ অন্যরা।

পুরস্কার বিতরণ

ম শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের শাহরাস্তির ঐতিহ্যবাহী চেড়িয়ারা উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রোববার বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নাজির আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের পরিচালনা পর্যদের সভাপতি মো. ইকবাল হোসেন ভ‚ঁইয়া, বিশেষ অতিথি ছিলেন সূচীপাড়া উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা কামাল মজুমদার। সিনিয়র শিক্ষক মো. সফিকুর রহমানের সঞ্চালনায় আরও ছিলেন কলেজ শাখার অধ্যক্ষ তাপস কুমার দত্ত, একাডেমিক এডভাইজার সাবেক সহকারী অধ্যাপক মো. আবুল কালাম।

সভা অনুষ্ঠিত

ম মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি

বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আশা’র শিক্ষা কর্মসূচির আওতাভুক্ত খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ঝড়েপড়া রোধে (৬ষ্ঠ-৮ম শ্রেণি) শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে উপজেলার তিনটহরী উচ্চ বিদ্যালয় ও বড়ডলু উচ্চ বিদ্যালয়ে অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলার তিনটহরী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক সুদ্বীপ কুমার নাথের সভাপতিত্বে ও আশা’র উপজেলা শিক্ষা সুপারভাইজার মো. রবিউল আহম্মেদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন আশা’র চট্টগ্রাম ডিভিশনাল ম্যানেজার এম এম মফিজ মাহমুদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন তিনটহরী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক (অবসরপ্রাপ্ত) মো. আতিউল ইসলাম, আশা শিক্ষা কর্মসূচির বিভাগীয় অফিসার আরিফুল ইসলাম, মানিকছড়ি শাখার সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার অরুন কুমার দে।

চিকিৎসা সামগ্রী হস্তান্তর

ম শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের শাহরাস্তি উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে জরুরি চিকিৎসা সামগ্রী হস্তান্তর করা হয়েছে। রোববার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নাসির উদ্দীনের নিকট চিকিৎসা সামগ্রী হস্তান্তর করেন মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার ও সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি। এ সময় ছিলেন পৌরসভার মেয়র হাজী আবদুল লতিফ, থানার ওসি মোহাম্মদ আলমগীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জেড এম আনোয়ার, ডা. অচিন্ত চক্রবর্তী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে