শেরপুরে প্রেস ক্লাবের পাল্টা কমিটি আদালতে মামলা, শোকজ

প্রকাশ | ১৫ মে ২০২৪, ০০:০০

শেরপুরে প্রতিনিধি
শেরপুরে পরিবর্তনের রাজনীতির প্রভাবে নানা প্রতিষ্ঠানে কর্তৃত্ব প্রতিষ্ঠার ধারাবাহিকতায় গণমাধ্যমকর্মীদের স্বতন্ত্র প্রতিষ্ঠান শেরপুর প্রেস ক্লাবের নির্বাচিত কমিটির মেয়াদ থাকা সত্ত্বেও তা বিলুপ্তি ও পাল্টা কমিটি ঘোষণা করা হয়েছে। এ ঘটনায় দেওয়ানি আদালতে দায়ের হয়েছে মামলা। মঙ্গলবার প্রেস ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আধার ও সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জ্বল যৌথভাবে বাদী হয়ে শেরপুরের সদর সিনিয়র সহকারী জজ আদালতে ঘোষণা সূচক ওই মামলা করেন। আদালতের বিচারক মো. মুসলিম উদ্দিন তা আমলে নিয়ে বিবাদী সাংবাদিক দেবাশীষ ভট্টাচার্য ও মেরাজ উদ্দিনের প্রতি আগামী ২৯ মে'র মধ্যে কারণ দর্শানোর (শোকজ) আদেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জ্বল বলেন, 'আমরা পেশিশক্তিতে বিশ্বাসী নই। আইনের প্রতি শ্রদ্ধাশীল। অধিকার ও প্রতিষ্ঠানের প্রবিধান লঙ্ঘন করে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারার কারণে আমরা আইনের আশ্রয় নিয়েছি। আইনগতভাবেই তা মোকাবেলা করব।'