ফসলের লাভজনক মূল্যের দাবিতে গাইবান্ধায় হাটসভা

প্রকাশ | ১৫ মে ২০২৪, ০০:০০

গাইবান্ধা প্রতিনিধি
কৃষি কৃষক খেতমজুর বাঁচাতে জাতীয় বাজেটের উন্নয়ন বরাদ্দের শতকরা ৪০ ভাগ বরাদ্দ, কৃষি ফসলের লাভজনক মূল্যের দাবিতে গত সোমবার রাতে গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্ণীপুর হাটে এক হাটসভা অনুষ্ঠিত হয়েছে। সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষকফ্রন্ট সদর উপজেলা শাখা এ হাট সভার আয়োজন করে। কৃষক ফ্রন্টের উদ্যোগে ৮ দফা দাবিতে দেশব্যাপী ১০ মে থেকে ২৫ মে পর্যন্ত দাবির পক্ষে বিভিন্ন জায়গায় পালন করা হচ্ছে। সভায় প্রধান আলোচক ছিলেন সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা বাসদ আহ্বায়ক গোলাম রব্বানী। কৃষকফ্রন্টের সংগঠক আনসার আলী সভাপতিত্বে হাট সভায় বক্তব্য রাখেন সংগঠনের সদর উপজেলার সদস্য সচিব সুকুমার চন্দ্র মোদক, বাসদ জেলা কমিটির সদস্য আফরোজা আব্বাস, আবদুল জলিল প্রমুখ। বক্তারা বলেন, 'আমাদের কৃষি এবং কৃষক রাষ্ট্র ও সরকারের চরম অবহেলার শিকার। বক্তারা উৎপাদন খরচের সঙ্গে ৪০% লাভ যুক্ত করে ধানসহ অন্যান্য কৃষি ফসলের লাভজনক মূল্য নির্ধারণ, প্রত্যেক ইউনিয়নে সরকারি ক্রয় কেন্দ্র খুলে সরাসরি কৃষকদের কাছ থেকে চলতি বোরো মৌসুমে ৫০ লাখ টন ধান-ভুট্টা ক্রয়, মৎস্য পোল্ট্রি এবং গো-খামারিদের স্বল্পসুদে সহজশর্তে সরকারি ঋণ প্রদানের জন্য সরকারের কাছে জোর দাবি জানান। এ ছাড়া একই দাবিতে ওইদিন ফুলছড়ি উপজেলাতেও হাট সভা অনুষ্ঠিত হয়।