আন্দোলনের হুঁশিয়ারি যাত্রীদের

খুলনা থেকে ঝিনাইদহ হয়ে ঢাকাগামী তিন ট্রেন বন্ধের ঘোষণায় অসন্তোষ

প্রকাশ | ১৫ মে ২০২৪, ০০:০০

ঝিনাইদহ প্রতিনিধি
খুলনা থেকে ঝিনাইদহের মোবারকগঞ্জ ও কোটচাঁদপুর রেলস্টেশন হয়ে ঢাকাগামী সরাসরি চলাচলকারী তিনটি ট্রেন চিত্রা, বেনাপোল ও সুন্দরবন এক্সপ্রেস বন্ধের ঘোষণায় ফুঁসে উঠেছে এলাকাবাসী। জুন থেকে যশোরের পদ্মবিলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকা রেলসেবা চালু হওয়ায় এ রুটের সরাসরি ঢাকা রেলসেবা বন্ধ হয়ে যাবে। এ ঘোষণা আসার পর থেকে ঝিনাইদহের দুটি স্টেশন থেকে ঢাকা যাতায়াতকারীরা যাত্রীরা বিভিন্ন মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে যাচ্ছেন। তারা ঘোষিত নতুন রেলসেবার সঙ্গে খুলনা থেকে মোবারকগঞ্জ ও কোটচাঁদপুর হয়ে ঢাকাগামী চলাচলকারী ট্রেনগুলো বহাল রাখার দাবি করেছে। দাবি না মানলে আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তারা। খোঁজ নিয়ে জানা গেছে, যশোরের রুপদিয়া বা পদ্মবিলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকা এবং চুয়াডাঙ্গার দর্শনা থেকে ঢাকাগামী নতুন দুই রেলসেবা চালু করতে যাচ্ছে সরকার। সবকিছু ঠিক থাকলে আগামী জুন থেকে নতুন এ রেলপথে ট্রেন চলাচল শুরু করবে। ফলে খুলনা থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী তিনটি ট্রেন ঝিনাইদহের মোবারকগঞ্জ ও কোটচাঁদপুর হয়ে যাতায়াত বন্ধের ঘোষণা হয়েছে। ফলে নতুন দুই রুট চালু হলে ঝিনাইদহের যাত্রীরা রেলযোগে ঢাকা যাতায়াতের সুযোগ থেকে বঞ্চিত হবে। মোবারকগঞ্জ রেলস্টেশনের ক্ষুদ্র ব্যবসায়ী দেলোয়ার হোসেন জানান, খুলনা থেকে প্রতিদিন সকালে, দুপুরে ও রাতে তিনটি ট্রেন যশোর, ঝিনাইদহের মোবারকগঞ্জ ও কোটচাঁদপুর এবং চুয়াডাঙ্গা হয়ে ঢাকায় যেত। ঢাকায় যাতায়াতকারি তিনটি ট্রেনই মোবারকগঞ্জ ও কোটচাঁদপুর রেলস্টেশনে যাত্রাবিরতি রয়েছে। এর ফলে এ অঞ্চলের মানুষ ঢাকা-খুলনা যাতায়াতের বিশাল একটি সুযোগ ছিল। এছাড়া ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটেছে। এখন খুলনা থেকে ঢাকাগামী ট্রেনগুলো বন্ধের সংবাদে আমরা মর্মাহত। কোটচাঁদপুর রেলস্টেশন এলাকার বাসিন্দা ও গণমাধ্যমকর্মী সিরাজুল ইসলাম মলিস্নক জানান, 'আমাদের রেল সুবিধাবঞ্চিত করে নতুন রুট চালু হতে পারে না। নতুন রুট চালু হোক, নতুন নতুন এলাকার মানুষ রেলের সুবিধা পাক এটা ভালো। কিন্তু আমাদের চালু থাকা ট্রেন কেন বন্ধ করা হবে।' মোবারকগঞ্জ রেলস্টেশনের মাস্টার শেখ শাহজাহান জানান, চালু ট্রেন বন্ধ করলে মানুষের একটু অসুবিধা তো হয়ই। যশোর পদ্মবিলা থেকে ঢাকা ও চুয়াডাঙ্গার দর্শনা থেকে ঢাকা রেলসেবা চালু করতে যাচ্ছে রেলওয়ে। এর ফলে ঝিনাইদহের মোবারকগঞ্জ ও কোটচাঁদপুর স্টেশন থেকে যাতায়াতকারীদের জন্য তিনটি ট্রেন বন্ধের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে। এ দুটি স্টেশনের যাত্রীদের সুবিধার জন্য শাটল ট্রেন চালু করবে বলেও সিদ্ধান্ত হয়েছে। বাংলাদেশ রেলওয়ে একটি মাস্টার পস্নান নিয়ে এগিয়ে যাচ্ছে। ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার জানান, 'আওয়ামী শাসন আমলে যোগাযোগের ব্যবস্থার ব্যাপক উন্নয়ন হয়েছে। তারই ধারাবাহিকতায় যশোর থেকে ঢাকার নতুন রেলপথ চালু হচ্ছে। তবে আমাদের মোবারকগঞ্জ ও কোটচাঁদপুর রুটের ৩ ট্রেন বন্ধ হলে এলাকার যাত্রীরা রেল সুবিধা থেকে বঞ্চিত হবেন, যেটা কারোই কাম্য নয়। যার কারণে আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে ইতোমধ্যে কথা বলেছি ট্রেনগুলো এই রুটে রাখা যায় কিনা সেই ব্যাপারটা বিবেচনা করতে। আশা করি ভালো একটা সংবাদ আসবে।'