শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১

যশোরে চাচাকে হত্যার দায়ে ভাতিজার মৃতু্যদন্ড

স্টাফ রিপোর্টার, যশোর
  ১৫ মে ২০২৪, ০০:০০
যশোরে চাচাকে হত্যার দায়ে ভাতিজার মৃতু্যদন্ড

যশোরের শার্শা উপজেলার পশ্চিমকোটা গ্রামের আজগর আলী ফকিরকে হত্যার দায়ে ভাতিজা অহিদুল ইসলামের মৃতু্যদন্ডের আদেশ দিয়েছেন আদালত। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ প্রমাণিত না হওয়ায় অহিদুলের মা সাহিদা বেগমকে খালাস দেওয়া হয়েছে। সোমবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফারজানা ইয়াসমিন এক রায়ে এ আদেশ দিয়েছেন।

দন্ডপ্রাপ্ত অহিদুল ইসলাম পশ্চিমকোটা গ্রামের দক্ষিণপাড়ার জয়নাল ফকিরের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্তি পিপি অ্যাডভোকেট আসাদুজ্জামান।

মামলার অভিযোগে জানা গেছে, সম্পত্তি লিখে দেওয়ার জন্য ২০১৩ সালের ১৯ মে সকালে অহিদুল তার পিতা জয়নাল ফকিরকে মারপিট করে। বিষয়টি মীমাংসার জন্য জয়নাল ফকির তার ভাই আজগর আলী, প্রতিবেশী নজরুলসহ বেশ কয়েকজনকে তার বাড়িতে ডেকে নিয়ে যায়। কথাবার্তার এক পর্যায়ে অহিদুল ঘরের বারান্দা থেকে লোহার শাবল নিয়ে তার চাচা আজগর আলীর মাথায় আঘাত করে। গুরুতর আহত আজগর আলীকে প্রথমে বাগআঁচড়া ও পরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজগর আলী মারা যান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে