হলফনামায় প্রার্থীদের আমলনামা চকরিয়ায় চেয়ারম্যান

প্রার্থী জাফরের বিপুল সম্পদ, সাঈদীর মামলার পরিমাণ বেশি

প্রকাশ | ১৫ মে ২০২৪, ০০:০০

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
আগামী ২১ মে অনুষ্ঠিত হতে যাওয়া কক্সবাজারের চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন প্রার্থী। তাদের মধ্যে কক্সবাজার ১ আসনের সাবেক এমপি জাফর আলম (ঘোড়া) বিপুল সম্পদের অধিকারী একজন চেয়ারম্যান প্রার্থী। আবার তার শিক্ষাগত যোগ্যতাও বেশি। তবে সম্পদ বেশি না থাকলেও মামলার তালিকা বেশি বর্তমান উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদীর (দোয়াত-কলম)। এই দুই হেভিওয়েট চেয়ারম্যান প্রার্থী ছাড়াও ভোটের মাঠে আছেন আরও দুইজন। তারা হলেন বাংলাদেশ কল্যাণ পার্টির থেকে পদত্যাগ করা অতিরিক্ত মহাসচিব আব্দুলস্নাহ আল হাসান সাকিব (আনারস) ও বিএমচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বদিউল আলম (মোটর সাইকেল)। এই দুজন প্রার্থীর মধ্যে সাকীবের নগদ টাকা, আয়, অস্থাবর ও স্থাবর সম্পদ বেশি। বদিউল আলমেরও মামলা রয়েছে বেশকটি। উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে ইতোমধ্যে নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়া চারজন প্রার্থীর হলফনামা যাচাই করে এসব তথ্য জানা গেছে। নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তাদের হলফনামায় চেয়ারম্যান প্রার্থীরা তাদের ব্যক্তিগত তথ্যের পাশাপাশি তাদের আয়, আয়ের উৎস, মামলা, স্থাবর-অস্থাবর সম্পদ, শিক্ষাগত যোগ্যতাসহ বিভিন্ন তথ্য দিয়েছেন। হলফনামা অনুযায়ী, চারজন চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে দুজন উচ্চশিক্ষিত। তাদের মধ্যে জাফর আলম ও আব্দুলস্নাহ সাকিব স্নাতকোত্তর পাস। ফজলুল করিম সাঈদি সাঈদী ও বদিউল আলম দুজনই উচ্চমাধ্যমিক পাস।