আখাউড়ায় নির্বাচনী সভা থেকে বিরিয়ানি জব্দ গোসাইরহাটে জাল আটক

প্রকাশ | ১৫ মে ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও শরীয়তপুরের গোসাইরহাট থেকে বিরিয়ানি এবং বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর- স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া জানান, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মুরাদ হোসেনের-(আনারস প্রতীক) সভা থেকে বিরিয়ানি জব্দ করে মাদরাসায় দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার রাত সাড়ে ৯টার দিকে পৌরসভার সড়ক বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম রাহাতুল ইসলাম। গোসাইরহাট (শরীয়তপুর) প্রতিনিধি জানান, শরীয়তপুরের গোসাইরহাটে উন্মুক্ত জলাশয় খাল ও বিলগুলোতে দেশীয় প্রজাতির মাছ রক্ষার জন্য বাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। মঙ্গলবার সকালে উপজেলার দাশেরজঙ্গল বাজারে মৎস্য অধিদপ্তরের অভিযানে মালিকবিহীন ৩ লাখ মিটার অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করা হয়েছে। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হাসিবুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দাশেরজঙ্গল বাজারে অভিযান চালিয়ে জাল জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় ৮ লাখ টাকা। নিজ ইউনিয়নে মরহুম নূরুল ইসলাম মডেল কলেজ ও একটি কিন্ডারগার্টেন স্কুল স্থাপন করেন।