শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১

ফটিকছড়িতে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ দুইজনের অর্থদন্ড

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
  ১৫ মে ২০২৪, ০০:০০
ফটিকছড়িতে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ দুইজনের অর্থদন্ড

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা নির্বাচনে আচরণবিধি ভঙ্গ করায় কাউন্সিলর গোলাপ মাওলাকে ২০ হাজার ও যুবলীগ নেতা এমডি মঈনুকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অনাদায়ে সাত দিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার ফটিকছড়ি পৌরসভার তিন নম্বর ওয়ার্ড এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিন মোবাইল কোর্ট পরিচালনা করে এই অর্থদন্ড দেন।

জানা গেছে, ফটিকছড়ি পৌরসভার আট নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও গোলাপ মাওলা সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর ও উস্কানিমূলক বক্তব্য প্রদান করায় ২০ হাজার টাকা অর্থদন্ড করা হয়। একই অপরাধে যুবলীগ নেতা এমডি মঈনুকে ১০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। পরে তাদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়। এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিন বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে মোবাইল কোর্ট চলমান থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে