চারঘাটে সাংবাদিকের নামে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

টুঙ্গিপাড়ায় ইজিবাইক চালক হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

প্রকাশ | ১৫ মে ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আরমান হত্যার বিচারের দাবিতে ইজিবাইক চালক সমিতির মানববন্ধন -যাযাদি
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ইজিবাইক চালক হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রাজশাহীর চারঘাটে সাংবাদিকের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর- টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি জানান, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ইজিবাইক চালক আরমান শেখের হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছে ইজিবাইক চালক সমিতি। মঙ্গলবার পাটগাতী বাসস্ট্যান্ডে ঢাকা-পিরোজপুর রোডে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। ইজিবাইক সমিতির সভাপতি বলেন, 'আরমান শেখকে যারা হত্যা করেছে তাদের দ্রম্নত বিচারের আওতায় এনে ফাঁসি কার্যকর করতে হবে। যতক্ষণ পর্যন্ত হত্যায় জড়িত আসামিদের ধরা না হবে ততক্ষণ আমরা ঘরে ফিরে যাব না। আমরা শ্রমিক, আমাদের যদি জীবনের নিরাপত্তা দিতে না পারে আইন শৃঙ্খলা বাহিনী, আমরা কি করে যাত্রীদের সেবা দেব। এই হত্যাকারীদের দ্রম্নত আইনের আওতায় এনে ফাসি কার্যকর করা হোক। এটাই আমাদের দাবি।' চারঘাট (রাজশাহী) প্রতিনিধি জানান, সংবাদ প্রকাশের জেরে রাজশাহীতে কর্মরত দেশ টিভির বিশেষ প্রতিনিধি কাজী শাহেদের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা প্রত্যাহারের দাবি ও তীব্র নিন্দা জানিয়েছেন চারঘাটে সব সাংবাদিকরা। মঙ্গলবার সকালে উপজেলার চারঘাটবাজার চৌরাস্তার মোড়ে উপজেলার স্থানীয় সব সাংবাদিকরা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেন। এ সময় তারা বলেন, দেশজুড়ে সাইবার অপরাধ আইনের অপব্যবহারের শিকার হচ্ছেন গণমাধ্যমকর্মীরা। সংবাদ প্রকাশ করলে প্রতিবাদ দেওয়া যায় বা প্রেস কাউন্সিলে যাওয়া যায়। কিন্তু সংবাদ প্রকাশ করলে সাংবাদিককে হয়রানিমূলক ট্রাইবু্যনালে মামলা করা হয় যা চলতে দেওয়া যেতে পারে না। এ সময় উপস্থিত ছিলেন চারঘাট প্রেস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম বাচ্চু, চারঘাট রিপোর্টার্স ইউনিটির সভাপতি ওবায়দুল হক রবি, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক বাবর আলী, অর্থ সম্পাদক মিঠু রানা, সাংগঠনিক সম্পাদক ময়েন উদ্দীন পিন্টু, সিনিয়র সদস্য মিজানুর রহমান, মাইনুল হক সান্টু, সদস্য জোবায়েদ ইসলামসহ স্থানীয় সাংবাদিকরা।