শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১
তিন জেলায় শিশুসহ আরও চার মৃতু্য

পাঁচ জেলায় ছুরিকাঘাতে ভাইয়ের হাতে ভাইসহ ৫ জন খুন

স্বদেশ ডেস্ক
  ১৫ মে ২০২৪, ০০:০০
তিন জেলায় শিশুসহ আরও চার মৃতু্য

কুষ্টিয়ায় কুলখানির আয়োজন নিয়ে দ্বন্দ্বে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই, বাগেরহাটের মোরেলগঞ্জে ছুরিকাঘাতে সুপারি বিক্রেতা, কুমিলস্নার চৌদ্দগ্রামে ছুরিকাঘাতে যুবক, নড়াইলের লোহাগড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ভ্যানচালক এবং খুলনার রূপসায় ম্যানেজিং কমিটি নিয়ে দ্বন্দ্বে ভাইয়ের হাতে ভাই খুন হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়াও নানা ঘটনায় কক্সবাজারে দু'জন, ঝিনাইদহে বৃদ্ধ ও গাজীপুরের শ্রীপুরে অজ্ঞাত শিশুর মৃতু্য হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত- কুষ্টিয়া জেলা ও সদর প্রতিনিধি জানিয়েছেন, কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের হাতিয়া পূর্বপাড়া গ্রামে মৃত ব্যক্তির কুলখানির আয়োজন নিয়ে দ্বন্দ্বের জের ধরে স্বজনদের হামলায় বকুল বিশ্বাস (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কয়েকজন। গত সোমবার রাতে এ ঘটনা ঘটে। নিহত বকুল হাতিয়া পূর্বপাড়া গ্রামের আফতাব বিশ্বাসের ছেলে। জানা যায়, কয়েক দিন আগে বকুলের চাচি মারা যান। তিনি নিঃসন্তান ছিলেন। চাচির কুলখানি অন্য চাচাতো ভাইয়েরা জাঁকজমকভাবে আয়োজন করার দাবি তোলেন। কিন্তু গত শনিবার বকুল কয়েকজন লোকজন নিয়ে কুলখানি করেন। এরই জেরে রাতে এই হামলার ঘটনা ঘটে। হামলায় আহত ঝাউদিয়া ইউপির ৬ নম্বর ওয়ার্ডের সদস্য শাহিন আক্তার বলেন, 'রাতে ৯টার পর আমরা স্থানীয় চায়ের দোকানে বসেছিলাম। এ সময় বকুলের চাচাতো ভাই শিপন বিশ্বাস ও তার ২০ থেকে ২৫ সহযোগী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় বকুলসহ আটজন গুরুতর আহত হন। তাদের মধ্যে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চারজনকে ভর্তি করা হয়। এ সময় চিকিৎসক বকুলকে মৃত ঘোষণা করেন। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি (তদন্ত) মেহেদি হাসান বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বাগেরহাট প্রতিনিধি জানান, বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার রাস্তায় আল ইমরান খান (২৫) নামের একজন সুপারি বিক্রেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গত সোমবার সন্ধ্যা রাতে রাস্তায় কথা কাটাকাটির এক পর্যায়ে আহাদ শেখ নামের একজন ইজিবাইক চালক আল-ইমরানকে বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাগেরহাট জেলা সদর হাসপাতালে পাঠালে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত ইমরান পাশের পিরোজপুর জেলার ইন্দুরকানি উপজেলার চরণী পর্ত্তাশী গ্রামের সামাদ খানের ছেলে। চৌদ্দগ্রাম (কুমিলস্না) প্রতিনিধি জানান, কুমিলস্নার চৌদ্দগ্রামে দেড়কোটা গ্রামে পূর্ববিরোধকে কেন্দ্র করে ছুরিকাঘাতে ছালেহ আহম্মেদ (৩৭) নামে এক যুবককে হত্যা করা হয়েছে। এ সময় তার বাবা ও ছোট ভাই গুরুতর আহত হয়েছেন। ছালেহ আহম্মেদ ওই গ্রামের আবুল কাশেম ও নাসিমা বেগম দম্পত্তির ছেলে। এ ঘটনায় পুলিশ মনোয়ারা বেগম এবং শাহিনা আক্তার নামের দুই নারীকে আটক করেছে। মঙ্গলবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন থানার ওসি ত্রিনাথ সাহা। জানা গেছে, উপজেলা মুন্সিরহাট ইউনিয়নের দেড়কোটা গ্রামের ব্যাপারীবাড়ির আবুল কাশেমের সঙ্গে সম্পত্তি নিয়ে ভাগিনা জামাল উদ্দিন ও মহিন উদ্দিনের বিরোধ চলছিল। এরই জেরে সোমবার সন্ধ্যায় উঠান ঝাড়ু দেওয়াকে কেন্দ্র করে উভয় পক্ষের ঝগড়া হয়। এক পর্যায়ে সংঘর্ষ সৃষ্টি হলে ছালেহ আহম্মেদকে প্রতিপক্ষরা ছুরিকাঘাত করে। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাদের উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে গেলে চিকিৎসক ছালেহকে মৃত ঘোষণা করেন। চৌদ্দগ্রাম থানার ওসি ত্রিনাথ সাহা বলেন, সোমবার রাতে নিহত ছালেহ আহাম্মদের বাবা আবুল কাশেম বাদী হয়ে জামাল উদ্দিন, মহিন উদ্দিন, তাদের মা মনোয়ারা বেগম, জামালের স্ত্রী শাহেনা আক্তারের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে মনোয়ারা ও শাহেনাকে গ্রেপ্তার করে। লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি জানান, নড়াইলের লোহাগড়া শহরের লক্ষ্ণীপাশা এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মুন্সী ফয়সাল আহম্মদ (২৫) নামে একজন ভ্যানচালক খুন হয়েছেন। এ সময় দুর্বৃত্তরা তার ব্যাটারিচালিত ভ্যানগাড়িটি ছিনিয়ে নিয়ে গেছে। গত সোমবার রাতে লোহাগড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের লক্ষীপাশা গ্রামের কলা ব্যবসায়ী কাশেম খাঁনের বাড়ির সামনের সড়কের এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। ফয়সাল আহম্মদ লোহাগড়া উপজেলার লোহাগড়া ইউনিয়নের তেতুলিয়া গ্রামের আহম্মেদ মুন্সীর ছেলে। নিহতের পিতা আহম্মেদ মুন্সী জানান, 'আমার ছেলে সোমবার সকালে ভ্যান নিয়ে বের হয়ে আর ফেরেনি। রাতে ছেলের মোবাইলে কল করলে রিসিভ করেন লোহাগড়া থানার এসআই আল মামুন। তখন তিনি আমার ছেলের খুনের ঘটনা জানান।' এ বিষয়ে লোহাগড়া থানার ওসি কাঞ্চন রায় জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রূপসা (খুলনা) প্রতিনিধি জানান, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির জের ধরে আপন চাচাতো ভাইয়ের হাতে ভাই খুন হওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার রাতে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের চিকিৎসক রসুল মিনাকে (৪২) মৃত ঘোষণা করেন। নিহতের বাড়ি উপজেলার ঘাটভোগ ইউনিয়নের বামনডাঙ্গা গ্রামে। জানা যায়, বামনডাঙ্গা গ্রামে চাচাতো ভাই আমিনুল মিনা ও রসুল মিনার মধ্যে পূর্ব থেকে বিরোধ চলে আসছিল। এর মধ্যে বামনডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন নিয়ে গত ১৪ মে রাতে রসুলের বাড়িতে আলোচনা সভা হয়। সে সময় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে বামনডাঙ্গা বাজারে এসে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে রসুল মিনা (৪২) আতা মিনা (৩৫), জাহিদুল মিনা (৪০), পান্না মিনা (৩৫) ও ফারুক মিনা (৩৮) গুরুতর আহত হন। রসুলকে খুমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে রূপসা থানার ওসি মো. এনামুল জানান, বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি শান্ত আছে। কক্সবাজার প্রতিনিধি জানান, কক্সবাজারের রামুর রশিদনগর এলাকায় রেললাইনে দুর্ঘটনায় এক অজ্ঞাতনামা ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল থেকে রশিদনগর ইউপির উত্তর কাহাতিয়াপাড়া রেললাইনে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। রশিদনগর ইউনিয়নের দফাদার সৈয়দ নুর বলেন, সকালে রেললাইনে কাটা পড়ে নিহত হওয়া অজ্ঞাত ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর হতে পারে। কক্সবাজার রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক মোহাম্মদ হোছাইন জানান, সকালে রেললাইনের ওপর পড়ে থাকা এক লাশের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়। লাশের পরিচয় পাওয়া যায়নি। এদিকে কক্সবাজারের মহেশখালী চালিয়াতলীস্থ পলস্নী বিদু্যতের ১১ হাজার ভোল্টের সংযোগ লাইনে কাজ করতে গিয়ে রুপম দাশ (৪৯) নামের এক লাইনম্যান নিহত হয়েছেন। তিনি দীর্ঘদিন চকরিয়া ও মহেশখালী পলস্নী বিদু্যৎ জোনাল অফিস শাখার একজন সিনিয়র লাইনম্যান হিসেবে কর্মরত ছিলেন। গত সোমবার রাতে কাজ করার সময় অসতর্কতাবশত বিদু্যৎ চলে আসায় রুপম দাশ তারে জড়িয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে বদরখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত রুপম দাশের বাড়ি চট্টগ্রামের দোহাজারী এলাকায়। ঝিনাইদহ প্রতিনিধি জানান, ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৬০) এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার মোবারকগঞ্জ রেলস্টেশনের অদূরে চাঁচড়া রেলগেট এলাকায় তিনি কাটা পড়ে মারা যান। তবে তিনি আত্মহত্যা করেছেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। মৃত ব্যক্তির পরনে লুঙ্গি ও গায়ে সাদা টি-শার্ট ছিল। তবে মাঠে কাজ করা স্থানীয় কৃষকওরা জানিয়েছেন, মৃত ওই ব্যক্তি রেললাইনের ওপর দিয়ে হাঁটছিলেন। এ সময় ট্রেন আসলে তিনি লাইন থেকে সরেননি। ফলে ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন। শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি জানান, গাজীপুরের শ্রীপুর পৌরসভার সবুজবাগ এলাকার রাস্তায় অজ্ঞান অবস্থায় পড়েছিল অজ্ঞাতনামা এক শিশু (১৫)। হাসপাতালে নেওয়ার পর মঙ্গলবার সকালে তার মৃতু্য হয়। শ্রীপুর পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তাজউদ্দিন বলেন, 'সবুজবাগ খালেক কমিশনারের বাড়ির রাস্তার পাশে অচেতন অবস্থায় ওই শিশুটি পড়ে ছিল। স্থানীয় কয়েকজনের সহায়তায় তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে যাই। পরে সকালে জানতে পারি শিশুটি মারা গেছে।' শ্রীপুর থানার ওসি আকবর আলী খান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তকরণের চেষ্টা চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে