মাদক কারবারিসহ পাঁচ জেলায় গ্রেপ্তার ১২

যশোরে কলেজছাত্র হত্যাকান্ডের প্রধান দুই আসামি গ্রেপ্তার

প্রকাশ | ১৫ মে ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
যশোরে কলেজছাত্র হত্যাকান্ডে প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া মাদক কারবারি ও সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচ জেলায় আরও ১২ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর- স্টাফ রিপোর্টার, যশোর জানান, যশোর শহরের শংকরপুরে আলোচিত কলেজছাত্র নুর হোসেন হত্যাকান্ডের ঘটনায় প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে পিবিআই ও ডিবি পুলিশ। এর আগে ১০ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন নিহত নুর হোসেনের মা আম্বিয়া খাতুন। ফুটবল খেলা নিয়ে বিরোধ ও পূর্বশক্রতার জের ধরে কলেজছাত্র নুর হোসেনকে ছুরিকাঘাতে করে হত্যা করা হয়। আটক আসামিরা হলো- শহরের শংকরপুর চোপদারপাড়ার সাইদুল ওরফে পচা ও বাবু শেখের ছেলে রনি। পিবিআই পুলিশ সুপার রেশমা শারমিন জানান, হত্যাকান্ডের পরপরই রহস্য উদ্ঘাটন ও আসামিদের ধরতে মাঠে নামে পিবিআই যশোরের একটি টিম। দুই দিন ধরে যশোর ও খুলনার বিভিন্ন এলাকায় তারা অভিযান চালায়। রোববার রাতে ডুমুরিয়া এলাকা থেকে সাইদুল ওরফে পচাকে আটক করা হয়। এই মামলার পলাতক আসামিরা হলেন- চোপদারপাড়ার রিয়াদ, বাধন, আশিক, পাপ্পু, আলী আহম্মেদ, মনিরুল ইসলাম, আকাশ ও সোহাগ। বরিশাল অফিস জানায়, বরিশালে হত্যা মামলার ২৭ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আনোয়ার হোসেন খানকে গ্রেপ্তার করেছের্ যাব-৮। সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছের্ যাব-৮ এর মিডিয়া সেল। গ্রেপ্তার আনোয়ার হোসেন খান বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কৃষ্ণকাঠি এলাকার গিয়াস খানের ছেলে। মিডিয়া সেলের পাঠানো তথ্যে জানা গেছে, পটুয়াখালী জেলার প্রত্যন্ত দ্বীপ উপজেলা রাঙাবালীর বড় বাইশদা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিকে বাকেরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। বাগেরহাট প্রতিনিধি জানান, বাগেরহাটের মোংলায় স্কুলগামী একজন ছাত্রীর গোপনে ছবি তুলে এডিটিং করে বিবস্ত্র অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যমে উত্থাপন করাসহ ভিকটিম ও তার মাকে রাস্তায় প্রকাশ্যে মারপিট করার অভিযোগে মোংলা থানায় পর্নোগ্রাফি আইনে একটি মামলা হয়েছে। এই মামলার এজাহার নামীয় তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মোংলা থানার ওসি কেএম আজিজুল ইসলাম জানান, এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে বখাটে ইমন মোড়ল, তার বাবা নাণ্টু মোড়লসহ চারজনের নাম-পরিচয় উলেস্নখসহ অজ্ঞাত আরও ৪-৫ জনের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে একটি মামলা করেছেন। পুলিশ ইতোমধ্যে তিন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি জানান, ফেনীর দাগনভূঞায় ১৫ বোতল বিদেশি মদসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার গভীর রাতে উপজেলার রামনচন্দ্রপুর ন্যাশনাল ব্রিক ফিন্ডের সামনে থেকে তাকে আটক করা হয়। এ সময় একটি সিএনজি চালিত অটোরিকশা জব্দ করা হয়। গ্রেপ্তার আসামি সালমান প্রকাশ বাবু (৩০) খাগড়াছড়ির মানিকছড়ির বাসিন্দা। দাগনভূঞা থানার ওসি আবুল হাসিম জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে থানায় মামলা করে আদালতে পাঠানো হয়েছে। ডিমলা (নীলফামারী) প্রতিনিধি জানান, নীলফামারীর ডিমলায় হিরোইনের ১২টি পুড়িয়াসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার ডিমলা সদর ইউনিয়নের বাবুরহাট শিবমন্দির পাড়া নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মাদক ব্যবসায়ী টুটুল দাস (২৮) উপজেলার সদরের শিবমন্দির পাড়া গ্রামের শ্রী সুশিল দাসের ছেলে। ডিমলা থানার ওসি দেবাশীষ রায় বলেন, আসামিকে আদালতে পাঠানো হয়েছে। মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি জানান, মাগুরার মহম্মদপুরে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ছয় আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আসামিরা হলো- উপজেলার পানিঘাটা গ্রামের রুমন মোল্যা, বুলু জমাদ্দার, নারানদিয়া গ্রামের সেলিম মোল্যা, কালিশঙ্করপুর গ্রামের মিজানুর রহমান মিজু, নাওভাঙ্গা গ্রামের শাহাজান মন্ডল ও নাওভাঙ্গা ছলিমের চর গ্রামের লাল চাঁদ। মহম্মদপুর থানার ওসি বোরহান উল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।