চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন

প্রকাশ | ১৫ মে ২০২৪, ০০:০০

চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরে জাতীয় বিজ্ঞান মেলা ও অলিম্পিয়াড উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নাছিম আখতার -যাযাদি
চাঁদপুরে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা ও ৮ম জাতীয় অলিম্পিয়াড উদ্বোধন হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় চাঁদপুর সরকারি কলেজ ভবনের দ্বিতীয় তলায় সেমিনার কক্ষে অনুষ্ঠানের আয়োজন করে চাঁদপুর জেলা প্রশাসন। এতে প্রধান অতিথির বক্তব্য দেন, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নাছিম আখতার। তিনি বলেন, 'আমরা প্রাকৃতিক অনেক বিষয় এড়িয়ে চলি। রোদ থেকে দূরে থাকি। এসির মধ্যে থাকি। যেখানে তাপমাত্রা থাকে ২৫ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু রোদ হচ্ছে একটি বড় শক্তি। রোদ ছাড়া ফসল উৎপাদন হয় না। আরও অনেকে কাজে আসছে।' অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ, বাবুরহাট স্কুল ও কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন। এ সময় চাঁদপুর জেলা শিক্ষা অফিসার প্রাণ কৃষ্ণ দেবনাথ, সরকারি কলেজ ও শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।