শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১

শিবচরে জিপিএ-৫ পেয়েও কলেজে ভর্তি অনিশ্চিত ইসমাইলের

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
  ১৪ মে ২০২৪, ০০:০০
শিবচরে জিপিএ-৫ পেয়েও কলেজে ভর্তি অনিশ্চিত ইসমাইলের

ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে এবার এসএসসি-২০২৪ এ জিপিএ-৫ পেয়ে ভালো ফল করায় খুশি হয়েছেন পরিবারসহ স্কুলের শিক্ষক ও প্রতিবেশীরা। তবে অর্থাভাবে সেই আনন্দ এখন বিষাদে পরিণত হচ্ছে ইসমাইল হোসেনের।

উপজেলার বন্দোরখোলা ইউনিয়নের বড় খাস বন্দরখোলা তাহের শিকদার কান্দি গ্রামের দিনমজুর বজলু আকনের পুত্র ইসমাইল। অভাব-অনটনের মধ্যে চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে উপজেলার নুরুদ্দিন মাদবরের কান্দি এস. ই. এস. ডি. পি. মডেল উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে।

জানা গেছে, দিনমজুর বজলু আকন আগ্রাসী পদ্মার তীব্র ভাঙনে ভিটেমাটি হারিয়ে আশ্রয় নিয়েছেন অন্যের জমিতে। চাষাবাদ করার মতো কোনো জমি না থাকা ভ্যান চালিয়ে সংসার চালান। অভাবের এই সংসারে শিক্ষক ও আত্মীয়দের সহযোগিতায় কষ্ট করে পড়াশোনা করেছে ইসমাইল। অর্থাভাবে ইসমাইলের কলেজে ভর্তি হওয়াই এখন অনিশ্চিত।

মেধাবী শিক্ষার্থী ইসমাইল হোসেন আমার বাবা ভ্যান চালিয়ে সামান্য উপার্জন করেন। এতে সংসার ভালোভাবে চলে না। আমার বাবার পক্ষে আমাকে কলেজে ভর্তি করা সম্ভব না। এখন দুঃচিন্তায় ভুগছি ভ্যানচালক বাবা কীভাবে ভালো কলেজে ভর্তি করবেন।'

শিবচর ইউএনও আব্দুলস্নাহ আল মামুন বলেন, তার সম্পর্কে খোঁজ নিয়ে সহযোগিতা করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে