শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১

রাজস্থলীতে স্টেকহোল্ডার ক্যাম্পেইন

রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি
  ১৪ মে ২০২৪, ০০:০০
রাজস্থলীতে স্টেকহোল্ডার ক্যাম্পেইন

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্যসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় রাজস্থলী উপজেলা পর্যায়ে স্টেকহোল্ডারদের নিয়ে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এতে মৎস্য অধিদপ্তরের সঙ্গে সম্পৃক্ত ৩০ জন সুফলভোগী অংশ নেন। এছাড়া ২ জন রিসোর্স পারসন কর্মশালায় অংশ নেন। রাঙামাটি জেলা পরিষদের সদস্য নিউচিং মারমা প্রধান অতিথি থেকে কর্মশালার উদ্বোধন করেন। সভাপতিত্ব করেন রাজস্থলী ইউএনও সজীব কান্তি রুদ্র। উপজেলা মৎস্য কর্মকর্তা আরাফাত ইসলামের সঞ্চালনায় গেস্ট অফ অনার ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা অধীর চন্দ্র দাশ। এ সময় ছিলেন কাপ্তাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ড. এনামুল হক হাজারী, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান আহমেদ, কাপ্তাই উপজেলা সিনিয়র আরিফুর রহমান, প্রকল্পের সহকারী পরিচালক তোফাজ্জল হোসেন ফাহিম, রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান, উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়াজ বিশ্বাস, গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান প্রতিনিধি নুরুল আলম প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে