ডোমার পৌর আ'লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

প্রকাশ | ১৪ মে ২০২৪, ০০:০০

ডোমার (নীলফামারী) প্রতিনিধি
নির্বাচনের ফলাফল ঘোষণার সময় নীলফামারীর ডোমার উপজেলা পরিষদের নির্বাচনী কন্ট্রোল রুমে হামলা ও ভাঙচুরের ঘটনায় ডোমার পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর ময়নুল হক মনুকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার ভোররাতে পৌরসভার ৬নং ওয়ার্ডের চিকনমাটি পূর্ব ধনীপাড়া এলাকায় অভিযান চালিয়ে ময়নুলের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটককৃত ময়নুল হক মনু ওই এলাকার মৃত আব্দুল হকের ছেলে। বিষয়টি নিশ্চিত করে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন আলী জানান, আটককৃত ময়নুলকে জেলা আদালতে সোপর্দ করা হয়। এর আগে, হামলা ও ভাঙচুরের ঘটনায় আরও ৫ জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। উলেস্নখ্য, গত ৮ মে ডোমার উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণার সময় ফেসবুকে ভুয়া ভোটের সংখ্যা নিয়ে একটি পোস্ট দেওয়াকে কেন্দ্র করে পরাজিত প্রার্থীর কর্মী-সমর্থকরা উপজেলা পরিষদের কন্ট্রোল রুমে অতর্কিত হামলা ও ভাঙচুর চালায়। এই ঘটনায় নির্বাচন অফিসের অফিস সহকারী ফারুক হোসেন বাদী হয়ে অজ্ঞাত ৭০০ জনকে আসামি করে ডোমার থানায় একটি মামলা দায়ের করেন।