রাজারহাটে লটারিতে ৪১৩ কৃষক নির্বাচিত

প্রকাশ | ১৪ মে ২০২৪, ০০:০০

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের রাজারহাটে ইরি-বোরো ধান-চাল সংগ্রহ অভিযানের ডিজিটাল লটারির মাধ্যমে ৪১৩ জন কৃষক নির্বাচিত করা হয়েছে। সোমবার রাজারহাট উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে মোবাইল অ্যাপসের মাধ্যমে ডিজিটাল লটারির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগম। এ সময় উপস্থিত ছিলেন- স্থানীয় এমপি প্রতিনিধি এরশাদুন্নবী নবীন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদ, উপজেলা ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মেসবাহুল হোসাইন, উপজেলা খাদ্যগুদামের ওসিএলএসডি শরীফ আহম্মেদ, প্রেস ক্লাব রাজারহাটের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত প্রমুখ। এবার প্রতিজন কৃষকের কাছ থেকে প্রতি কেজি ধান ৩২ টাকা দরে এবং প্রতি কেজি চাল ৪৫ টাকা ও প্রতিকেজি আতপ চাল ৪৪ টাকা দরে ক্রয় করবেন। প্রতিজন কৃষক ৩ মে. টন ধান বিক্রি করতে পারবেন। এ বছর কৃষকের কাছ থেকে মোট ১২৪০ মে. টন ধান ও মিলারদের কাছ থেকে ১৬৮৪ মে. টন চাল এবং ৪০ মে. টন আতপ চাল ক্রয় করবেন বলে উপজেলা খাদ্য অফিস জানিয়েছে।