এসএসসিতে অকৃতকার্য হওয়ায় ও বাইক কিনে না দেওয়ায় দুইজনের আত্মহত্যা

প্রকাশ | ১৪ মে ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
ঠাকুরগাঁওয়ের হরিপুরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় স্কুলছাত্রের এবং জয়পুরহাটের কালিয়ায় মোটর সাইকেল কিনে না দেওয়ায় আরেক স্কুলছাত্র আত্মহত্যা করেছে। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত- হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি জানান, ঠাকুরগাঁওয়ের হরিপুরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় তাপস চন্দ্র (১৫) নামে এক স্কুলছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। রোববার রাতে নিজ শয়নঘরে গলায় ফাঁস দেয় সে। তাপস উপজেলার আমগাঁও ইউনিয়নের লুকানী গ্রামের অমেন্দ্র চন্দ্রের ছেলে ও যাদুরাণী উচ্চ বিদ্যালয়ের ছাত্র। পিতা অমেন্দ্র চন্দ্র জানান, তাপস এবারের এসএসসি পরীক্ষায় অকৃকার্য হয়। রাতে খাওয়া-দাওয়া করে তাপসসহ আমরা নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়ি। সোমবার সকালে তার কোনো সাড়া শব্দ না পেলে ঘরের দরজা ভেঙে দেখি, সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি, তদন্ত) শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে আমরা এসেছি। তদন্তসাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। কালিয়া (নড়াইল) প্রতিনিধি জানান, নড়াইলের কালিয়া উপজেলায় মোটর সাইকেল কিনে না দেওয়ায় আরমান খান (১৬) নামের এক স্কুলছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গত রোববার সন্ধ্যায় উপজেলার কালিয়া পৌরসভার গোবিন্দনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আরমান ওই গ্রামের হান্নান খানের ছেলে। সে কালিয়া সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল। পরিবার ও স্থানীয়রা জানান, আরমান এর আগেও একবার মোটর সাইকেল কিনে না দেওয়ায় বিষপান করেছিল। সে সময় তার বাবা তাকে একটি মোটর সাইকেল কিনে দেন। সেই মোটর সাইকেলটি পুরনো হাওয়ায় ফের নতুন একটি কিনে দিতে পরিবারকে চাপ দিচ্ছিল সে। দাবি মেনে না নেওয়ায় কয়েকদিন ধরে বাড়িতে খাওয়া-দাওয়া বন্ধ করে দেয়। রোববার সন্ধ্যায় শোবার ঘরে সাউন্ডবক্স চালিয়ে নিজের বেল্ট দিয়ে ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে। এ বিষয়ে কালিয়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) টিপু সুলতান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। লাশের সুরতহাল রিপোর্ট করে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।