আচরণবিধি ভঙ্গের অপরাধে বিভিন্ন স্থানে প্রার্থীদের জরিমানা

প্রকাশ | ১৪ মে ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
নির্বাচনী প্রচারণায় আচরণবিধি মানছেন না প্রার্থীরা। তাই গুনতে হচ্ছে জরিমানা। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত ডেস্ক রিপোর্ট- নড়াইল প্রতিনিধি জানান, নড়াইল সদর উপজেলা নির্বাচনে আচরণবিধি ভঙ্গের অপরাধে চেয়ারম্যান প্রার্থী আজিজুর রহমান ভুঁইয়াকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার রূপগঞ্জ বাজারে নির্বাচনী প্রচারণার সময় এই জরিমানা করেন নির্বাচনী ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দেয়ালে পোস্টার ও ওয়ার্ডে একের অধিক নির্বাচনী ক্যাম্প করায় এবং মোটর সাইকেল শোভাযাত্রা করায় চেয়ারম্যান প্রার্থী আজিজুর রহমান ভুঁইয়াকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি জানান, নেত্রকোনার পূর্বধলায় নির্বাচনী প্রচারণায় আচরণবিধি মানছেন না প্রার্থীরা। প্রচারণায় পোস্টারিং করার ক্ষেত্রে ওয়াল, দোকান ঘর, বাসাবাড়ির ঘরের বেড়ায় আঁঠা দিয়ে পোস্টার লাগানো নিষেধ থাকলেও প্রার্থীরা করে যাচ্ছেন দেদার। আর এমন অভিযোগে গত রোববার উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন সহকারী কমিশনার ভূমি নাজনীন আখতার। এ সময় দেয়ালে পোস্টার লাগানোর দায়ে ৪ চেয়ারম্যান প্রার্থীর সবাইকে ৫ হাজার টাকা করে জরিমানা এবং সতর্ক করা হয়। প্রার্থীরা হলেন- বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম সুজন (ঘোড়া), উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক মাছুদ আলম তালুকদার টিপু (আনারস), আসাদুজ্জামান নয়ন (দোয়াত কলম), জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য এটিএম ফয়জুর সিরাজ জুয়েল (মোটর সাইকেল)। এছাড়া একই অপরাধের দায়ে ভাইস চেয়ারম্যান প্রার্থী সুকান্ত রঞ্জন সরকার (চশমা), হারুন অর রশিদ (টিউবওয়েল), আব্দুলস্নাহ আল আলী (বই), শহিদুল ইসলাম শহীদ (তালা), রফিকুল ইসলামকে (আইসক্রিম) ২ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। একই দিনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মনি রানী কর্মকার (হাঁস), রোজিনা আক্তারকে (ফুটবল) দুই হাজার টাকা করে জরিমানা করা হয়। শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি জানান, শিবালয় উপজেলা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের কারণে গত রোববার রাতে ৪ জন প্রার্থীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রার্থীরা হলেন- উপজেলা চেয়ারম্যান প্রার্থী আব্দুর রহিম খানকে (দোয়াত কলম) ২০ হাজার টাকা, চেয়ারম্যান প্রার্থী মোবারক হোসেন পান্নু খানকে (মোটরসাইকেল) ১০ হাজার, ভাইস চেয়ারম্যান প্রার্থী আলী আহসান মিঠুকে (উড়োজাহাজ) ৫ হাজার, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী তাহমিনা আক্তার লতাকে (বৈদু্যতিক পাখা) ৫ হাজারসহ মোট ৪০ জনকে জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম ফয়েজ উদ্দিন জানান, এ অভিযান অব্যাহত থাকবে।