ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রী নিহতের ঘটনায় শোকর্ যালি

প্রকাশ | ১৪ মে ২০২৪, ০০:০০

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী সামন্তীর মৃতু্যর ঘটনায় শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের শোকর্ যালি -যাযাদি
ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রী সামন্তী আক্তারের মৃতু্যর ঘটনায় শোকর্ যালি করেছে সরকারি কাজী মাহবুব উলস্নাহ কলেজের শিক্ষক কর্মচারী ও ছাত্র-ছাত্রীরা। সোমবার দুপুর সাড়ে ১২টায় কলেজের শিক্ষকমন্ডলী ও শত শত শিক্ষার্থী এ শোকর্ যালিতে অংশগ্রহণ করে।র্ যালিটি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে ভাঙ্গা বাজার প্রদক্ষিণ করে ভাঙ্গা বাসস্ট্যান্ডে অবস্থান নেয়। শোকর্ যালি শেষে বক্তব্য রাখেন সরকারি কাজী মাহবুব উলস্নাহ কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবদুছ ছাত্তার মিঞা, ইতিহাস বিভাগের শিক্ষক মো. দেলোয়ার হোসেন, ইংরেজি বিভাগের শিক্ষক ঝর্ণা রানী মৃধা, ভূগোল বিভাগের শিক্ষক এসএম সরোয়ার হোসেন, অর্থনীতি বিভাগের এমএ রাকিব, ইসলাম শিক্ষা বিভাগের শিক্ষক মো. নুরুজ্জামান, মার্কেটিং বিষয়ের শিক্ষক তপন কুমার সাহা, ইসলাম শিক্ষা বিষয়ের শিক্ষক মো. জাকির হোসেন, ভাঙ্গা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. খায়রুল ইসলাম, সমাজকর্ম (সম্মান) বিষয়ের প্রথম বর্ষের ছাত্রী রুবিয়া আক্তার প্রমুখ। এ সময় বক্তারা ভাঙ্গা হাইওয়েতে তিন চাকার যানবাহন চলাচল করতে না দেওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে দাবি জানান।