শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১

ঘোড়াঘাটে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
  ১৪ মে ২০২৪, ০০:০০
দিনাজপুরের ঘোড়াঘাটে কর্মশালায় বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনার রংপুর বিভাগীয় পরিচালক দেওয়ান মোর্শেদ কামাল -যাযাদি

দিনাজপুরের ঘোড়াঘাটে পরিবার পরিকল্পনা কার্যক্রমে স্থায়ী ও দীর্ঘমেয়াদী পদ্ধতি বৃদ্ধির লক্ষ্যে সন্তুষ্ট আইইউডি-ইমপস্নান্ট গ্রহীতাদের নিয়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় ৪০জন আইইউডি-ইমপস্নান্ট গ্রহীতা অংশ নেন।

সোমবার সকাল ১১টায় বুলাকীপুর মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন সার্ভিসেস ডেলিভারী প্রোগ্রাম পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহমদ ঈসার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনার রংপুর বিভাগীয় পরিচালক দেওয়ান মোর্শেদ কামাল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপ-পরিচালক সাইফুল ইসলাম, সহকারী পরিচালক সিসি ও জেলা কনসালটেন্ট ডা. রেজাউল হক, সহকারি পরিচালক ওবাইদুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকতা ডা. মোহাম্মদ তৌহিদুল আনোয়ার, মেডিক্যাল অফিসার এমসিএইচএফপি ডা. মোছা. বাসারত নোয়েল প্রমুখ।

উলেস্নখ্য, এ উপজেলায় মোট সক্ষম দম্পতি ২৬ হাজার ৩১৬ জন, মোট গ্রহণকারী ২১ হাজার ৪০৫ জন। এদের মধ্যে আইইউডি ব্যবহারকারী শতকরা ৯.২৭ ও ইমপস্নান্ট ব্যবহারকারী ২৮.৭৫ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে