নারায়ণগঞ্জে গ্যাস লাইনের পাইপ ফেটে আগুন, পুড়ল ৮ দোকান

প্রকাশ | ১৩ মে ২০২৪, ০০:০০

যাযাদি ডেস্ক
নারায়ণগঞ্জের পঞ্চবটী এলাকায় তিতাস গ্যাস লাইনের পাইপ ফেটে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। রোববার সকাল সাড়ে ১০টার দিকে পঞ্চবটী-মুক্তারপুর দ্বিতল উড়ালসড়ক (ফ্লাইওভার) নির্মাণকাজের সময় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে আটটি দোকান পুড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এদিকে, অগ্নিকান্ডের পর থেকে তিতাসের গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। সেই সঙ্গে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) ১১ হাজার ভোল্টের বিদু্যৎ সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় বিদু্যৎ সরবরাহ বন্ধ আছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে পঞ্চবটী এলাকায় পঞ্চবটী-মুক্তারপুর দ্বিতল ফ্লাইওভার নির্মাণকাজে ঠিকাদারি প্রতিষ্ঠান পাইলিংয়ের কাজ করার সময় হঠাৎ তিতাস গ্যাস লাইনের ১২ ইঞ্চি ব্যাসের পাইপ ফেটে আগুন ধরে যায়। আগুনের লেলিহান শিখা প্রায় পাঁচতলা ভবনের সমান উচ্চতায় ওঠে। আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুনে পাশের টিনের তৈরি গার্মেন্ট এক্সেসরিজ, মুদিদোকানসহ আটটি দোকান পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে সড়কের পাশ দিয়ে ডিপিডিসির ১১ হাজার ভোল্টের বৈদু্যতিক তার পুড়ে ছিঁড়ে পড়ে যায়। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে তিতাস গ্যাস কর্তৃপক্ষ গ্যাস সরবরাহ বন্ধ করে দিলে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রত্যক্ষদর্শী আলম মিয়া বলেন, আগুনের শিখা ৪০-৫০ ফুট ওপরে উঠে যায়। এতে লোকজন আতঙ্কিত হয়ে পড়েন। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনায় এলাকায় সস্তি ফিরেছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নারায়ণগঞ্জ কার্যালয়ের উপ-সহকারী পরিচালক ফখর উদ্দিন আহমেদ সংবাদমাধ্যমকে বলেন, দ্বিতল উড়ালসড়ক নির্মাণকাজের পাইলিং করার সময় গ্যাস লাইনের পাইপ ফেটে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রম্নত গ্যাস সরবরাহ বন্ধ করায় অনেক বড় ক্ষতি থেকে রক্ষা পেয়েছেন নারায়ণগঞ্জবাসী। এ বিষয়ে তিতাস গ্যাস নারায়ণগঞ্জ কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মামুনার রশিদ সংবাদমাধ্যমকে বলেন, উড়ালসড়ক নির্মাণকাজের পাইলিংয়ের কাজ করার সময় তিতাসের ১২ ইঞ্চি ব্যাসের পাইপ ফেটে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে দ্রম্নত পাইপ লাইনের গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। আর ফুটো হয়ে যাওয়া পাইপ লাইন মেরামতের কাজ চলছে। মেরামত কাজ শেষ হলে গ্যাস সরবরাহ চালু করা সম্ভব হবে। ফতুলস্না মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম সংবাদমাধ্যমকে বলেন, গ্যাস সরবরাহ বন্ধ করে আগুন নেভানো হয়েছে। তবে আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।