শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১

শেখ হাসিনা অত্যন্ত পরিচ্ছন্নভাবে দেশ চালাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

যাযাদি ডেস্ক
  ১৩ মে ২০২৪, ০০:০০
শেখ হাসিনা অত্যন্ত পরিচ্ছন্নভাবে দেশ চালাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, 'চতুর্থবারের মতো নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত পরিচ্ছন্নভাবে দেশ চালাচ্ছেন। দেশরত্ন শেখ হাসিনার চতুর্থবাবের জয়কে সাধুবাদ জানিয়েছে যুক্তরাষ্ট্রসহ বন্ধুপ্রতীম সব রাষ্ট্র। সরকারের সঙ্গে চলমান সম্পর্ককে আরও দৃঢ় করতে পরশু বাংলাদেশে আসছেন ডোনাল্ড লু (যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি)।'

রোববার কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'মিয়ানমারে যুগ যুগ ধরেই সংঘাত চলমান। রাখাইনে আরাকান আর্মির সঙ্গে চলমান সঙ্ঘাতকে ইসু্য করে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের প্রত্যাবাসনে দীর্ঘসূত্রিতার ইঙ্গিত আসছে। তবে, আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখতে সরকারের সঙ্গে যোগাযোগ নিয়মিত রয়েছে।'

রোহিঙ্গাদের কারণে আমাদের সবদিকেই সমস্যা হচ্ছে উলেস্নখ করে হাছান মাহমুদ বলেন, 'উখিয়া-টেকনাফের ৩৩টি আশ্রয় ক্যাম্প সীমান্ত থেকে দূরে হওয়ায় রাখাইনের সঙ্ঘাতের প্রভাব এখানে পড়ছে না। সবধরনের সন্ত্রাসী কর্মকান্ড কঠোর হাতে দমন করা হচ্ছে। এরপরও অন্যদেশের বোঝা আমরা দীর্ঘদিন মাথায় নিয়ে থাকতে পারি না। এদের নিয়মতান্ত্রিক পন্থায় প্রত্যাবাসনে প্রচেষ্টা অব্যাহত রয়েছে।'

এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় সভা হয়। সভায় বসার আগে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন স্থায়ী কমিটির সভাপতি ড. এ কে আব্দুল মোমেন, নাহিম রাজ্জাক, নুরুল ইসলাম নাহিদ, হাবিবুর রহমান ও জাতীয় সংসদের হুইপ সাইমুম সারওয়ার কমল এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সকালে ক্যাম্প-৫ সিআইসি অফিসে রোহিঙ্গাদের সঙ্গে মতবিনিময়ে মিলিত হন তারা। পরে কমিটির সদস্যরা ক্যাম্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।

দুদিনের সফরে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সদস্য ও কমিটির ঊর্ধ্বতন কর্মকর্তারা শনিবার সন্ধ্যা ৬টায় বিমানযোগে কক্সবাজার আসেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে