উলস্নাপাড়ায় জিনের বাদশা প্রতারক চক্রের আটক ৫

মাদককারবারিসহ দুই জেলায় গ্রেপ্তার ৪

প্রকাশ | ১৩ মে ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
সিরাজগঞ্জের উলস্নাপাড়ায় জিনের বাদশা প্রতারক চক্রের ৫ জনকে আটক করেছে পুলিশ। এছাড়াও মাদককারবারিসহ দুই জেলায় আরও ৪ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর- সিরাজগঞ্জ ও উলস্নাপাড়া প্রতিনিধি জানান, সিরাজগঞ্জের উলস্নাপাড়ায় একটি বাস তলস্নাশি করে জিনের বাদশা প্রতারক চক্রের ৫ জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের ব্যাগ তলস্নাশি করে ৬টি সোনালি রংয়ের মূর্তি ও বিভিন্ন ধরনের আয়ুর্বেদিক ওষুধ জব্দ করা হয়। শুক্রবার উপজেলার হাটিকুমরুল এলাকায় এ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। শনিবার রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিনয় কুমার সলঙ্গা থানায় প্রেস ব্রিফিং করে এ তথ্য নিশ্চিত করেন। গ্রেপ্তাররা হলো ঠাকুরগাঁও জগন্নাথপুরের শফিউল আলম, তার স্ত্রী ফাতেমা খাতুন, দিনাজপুর বীরগঞ্জের মনোয়ার হোসেন, পাবনা আমিনপুরের মজিবর রহমান ও আকাশ সরদার। ধুনট (বগুড়া) প্রতিনিধি জানান, বগুড়ার ধুনট ডাকবাংলার কক্ষে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে এক প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার মামলা দায়েরের পর পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার মহিদুল হাসান মিলন (৩২) উপজেলার চিকাশী ইউনিয়নের সোনারগাঁ গ্রামের মৃত খোকা মিয়ার ছেলে। এ বিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ সৈকত হাসান বলেন, বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের মামলায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়েছে। সালথা (ফরিদপুর) প্রতিনিধি জানান, ফরিদপুরের সালথায় ১২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। শনিবার সন্ধ্যায় উপজেলার বলস্নভদী ইউনিয়নের কেশারদিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলো- গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার মতিউর রহমান মুন্সী (৪৫), আশিক মুন্সী (৩০) ও একই উপজেলার হাজারীবাগ এলাকার আজগর আলী মোলস্না (৩০)। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মতিন বলেন, গ্রেপ্তার হওয়া ওই তিন মাদক কারবারি দেশের বিভিন্ন স্থান থেকে মাদক কিনে সালথায় মাদক বিক্রি করতো। এ ব্যাপারে সালথা থানায় একটি মাদক মামলা করে তাদের আদালতে পাঠানো হয়েছে।