নেত্রকোনায় শতকণ্ঠে রবীন্দ্রনাথ

প্রকাশ | ১৩ মে ২০২৪, ০০:০০

স্টাফ রিপোর্টার, নেত্রকোনা
নেত্রকোনায় রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মজয়ন্তী উপলক্ষে 'শতকণ্ঠে রবীন্দ্রনাথ' সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। শনিবার জেলা শহরের মোক্তারপাড়া পাবলিক হলে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ জেলা শাখার উদ্যোগে এ আয়োজন করা হয়। সংগঠনের জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট পুরবী কুন্ডুর সভাপতিত্বে অনুষ্ঠান উদ্বোধন করেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রবীন্দ্রসঙ্গীত শিল্পী লিলি ইসলাম। নাঈম সুলতানা লিবনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত শিক্ষাবিদ ও প্রাবন্ধিক অধ্যাপক যতীন সরকার। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য আবুল ফয়েজ পলাশ, জেলা শাখার সাধারণ সম্পাদক দেবজ্যোতি রায়। অনুষ্ঠানে সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক বাচ্চু, মোস্তাফিজুর রহমান খান, শ্যামল কুমার পাল, কোহিনুর ইসলাম, সাইফুলস্নাহ এমরান প্রমুখ উপস্থিত ছিলেন।