অবহেলায় গাজীপুরের মুন্সীপাড়া ক্লাব এখন ডাস্টবিন

প্রকাশ | ১৩ মে ২০২৪, ০০:০০

গাজীপুর মহানগর প্রতিনিধি
গাজীপুর মহানগরীর ২৬নং ওয়ার্ডের জয়দেবপুর বাজার সংলগ্ন মুন্সিপাড়া ক্লাবটি অবহেলা ও অযত্নে ধ্বংসের পথে। ৯০-এর দশকে জৌলুসে ভরপুর ক্লাবটি ব্যক্তি স্বার্থের কারণে ডাস্টবিনে পরিণত হয়েছে। এলাকাটিতে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, রয়েছে একটি পুকুর ও যুব সমাজের জন্য একটি ক্লাব, ক্লাবের সামনের জায়গায় ব্যবস্থা করা হয়েছিল জানাজার নামাজের স্থান, আজ তাও হারাতে বসেছে। স্থানীয় রাজনীতির প্রতিহিংসার কারণে ক্লাবটির এমন দশা হয়েছে বলে অনেকে মনে করেন। এলাকাটিতে কোনো প্রকার বাধা ছাড়াই মরণনেশা ইয়াবা নামক মাদকের ব্যবসা এখন প্রকাশ্যে হচ্ছে। পূর্বে এই ক্লাবের মাধ্যমেই সমাজে মাদকসহ বিভিন্ন অসামাজিক কাজের প্রতিবাদ করা হতো। এলাকাটিকে মাদক মুক্ত করতে ক্লাবটির ভূমিকা অপরিহার্য ছিল বলে মনে করেন এলাকাবাসী।