শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১

রাজস্থলীতে পাসের হার ৫৭.৬০% জিপিএ-৫ শূন্য

রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি
  ১৩ মে ২০২৪, ০০:০০
রাজস্থলীতে পাসের হার ৫৭.৬০% জিপিএ-৫ শূন্য

রাঙামাটির রাজস্থলী উপজেলায় এ বছর এসএসসি পরীক্ষায় পাসের হার ৫৭.৬০%। এবার উপজেলায় এসএসসিতে একজনও জিপিএ- পায়নি।

অতিরিক্ত দায়িত্বে রাজস্থলীর কাপ্তাই মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান জানান, ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় রাজস্থলী মোট ৫ শিক্ষা প্রতিষ্ঠান হতে ৭২১ জন পরীক্ষার্থী অংশ নেয়। পাস করেছে ৩৭১ জন। তার মধ্যে রাজস্থলী সরকারি উচ্চ বিদ্যালয় পরীক্ষায় অংশগ্রহণ করে ১৫৯ জন, পাস করে ৯০ জন, পাসের ৫৭.৬০%। এছাড়া রাজস্থলীর ৫টি শিক্ষা প্রতিষ্ঠান হতে কোনো জিপিএ-৫ পায়নি।

কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান বলেন, 'এসএসসির ফলাফলে আমরা খুশি না। টোটাল রেজাল্ট আরও ভালো করা দরকার ছিল। শিক্ষক ও অভিভাবকরা আরও আন্তরিক হলে ফলাফল ভালো হতো।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে