শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১

আখাউড়ায় ৭০ জনের জিপিএ-৫

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  ১৩ মে ২০২৪, ০০:০০
আখাউড়ায় ৭০ জনের জিপিএ-৫

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জিপিএ-৫ পেয়েছে ৭০ জন। রোববার সারাদেশের ন্যায় আখাউড়ায় এসএসসি সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ হয়। পাশের হারের দিক থেকে সবচেয়ে ভালো করেছে ছয়গড়িয়া আলহাজ শাহ আলম উচ্চস বিদ্যালয়। ২৯ জন পরীক্ষা দিয়ে ৯৬.৫৫ গড়ে ২৮ জন পাশ করেছে। তুলাই শিমুল উচ্চ বিদ্যালয়ের শতকরা পাসের হার ৯২.৫২।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ১৬টি মাধ্যমিক বিদ্যালয় থেকে ১ হাজার ৬২৮ জন এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এরমধ্যে পাশ করেছে ১ হাজার ১৯৫ জন। অকৃতকার্য হয়েছে ৪৩৩ জন। জিপিএ-৫ পেয়েছে ৪৪ জন। শতকরা পাসের হার ৭৩.৪০। এদিকে দাখিল পরীক্ষায় উপজেলার ৭টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৩০০ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ২৬৯ জন। অকৃতকার্য হয়েছে। ৩১ জন। শতকরা পাসের হার ৮৯.৬৭। জিপিএ-৫ পেয়েছে ২১জন। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ২টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৭০ জন পরীক্ষায় অংশ নিয়েছে পাস করেছে ৬৪জন। অকৃতকার্য হয়েছে ৬ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে