সম্মান ও শ্রদ্ধায় বিশ্ব মা দিবস পালিত

প্রকাশ | ১৩ মে ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
পৃথিবীতে 'মা' শব্দটির চেয়ে আপন আর কোনো শব্দ নেই। ইতিহাস থেকে জানা যায়, ১৯০৭ সালের ১২ মে প্রথমবার আমেরিকার ওয়েস্ট ভার্জিনিয়ার গ্রাফটন শহরে 'মাদার্স ডে' বা মা দিবস পালিত হয়। ভার্জিনিয়ায় অ্যান নামে এক শান্তিবাদী সমাজকর্মী ছিলেন। তিনি কাজ করতেন নারী অধিকার নিয়ে। 'মাদারস ডে ওয়ার্ক ক্লাব' নামে একটি ক্লাব প্রতিষ্ঠা করেছিলেন তিনি। ছোট ছোট ওয়ার্ক ক্লাব বানিয়ে সমাজের পিছিয়ে পড়া নারীদের এগিয়ে নিতে চেষ্টা করতেন। অ্যানের একটি কন্যাসন্তান ছিল, যার নাম আনা মারিয়া রিভস জার্ভিস। একদিন ছোট্ট মেয়ের সামনেই অ্যান হাত জোড় করে বলেছিলেন, 'আমি প্রার্থনা করি, একদিন কেউ না কেউ মায়েদের জন্য একটা দিন উৎসর্গ করুক। কারণ তারা প্রতিদিন মনুষ্যত্বের জন্য নিজেদের জীবন উৎসর্গ করে চলেছেন। এটি তাদের অধিকার।' মায়ের সেই প্রার্থনা হৃদয়ে নাড়া দিয়ে যায় আনার। পরে অ্যানের মৃতু্যর দিনটিকে সারা বিশ্বের প্রতিটি মায়ের উদ্দেশে উৎসর্গ করেন আনা মারিয়া। এর পর থেকে মায়েদের প্রতি সম্মান জানাতে প্রতি বছর পালিত হয়ে আসছে মা দিবস। ১৯১৪ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট উড্রো উইলসন মে মাসের দ্বিতীয় রোববারকে 'মা দিবস' ঘোষণা করেন। এর পর থেকে প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার মা দিবস হিসেবে উদযাপন করে বিশ্বের অধিকাংশ দেশ। 'শেখ হাসিনার বার্তা, নারী-পুরুষ সমতা'- এ প্রতিপাদ্য নিয়ে আমাদের দেশেও প্রতিবারের মতো এবারও 'বিশ্ব মা দিবস' পালিত হয়েছে। দিবসে মায়ের প্রতি ভালোবাসার অভিব্যক্তি প্রকাশ ও যেকোনো পরিস্থিতিতে মায়ের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে আলোচনা সভা এবংর্ যালি অনুষ্ঠিত হয়। প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর- ফরিদপুর প্রতিনিধি জানান, রোববার দুপুরে ফরিদপুর জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং জাতীয় মহিলা সংস্থা ফরিদপুরের সহযোগিতায় জেলা প্রশাসকের কার্যালযয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অতিরিক্ত জেলা প্রশাসক ইয়াসিন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কামরুল আহসান তালুকদার। এ সময় মহিলা বিষয়ক অধিদপ্তর, ফরিদপুরের উপ-পরিচালক মাসউদা হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক চৌধুরী রওশন ইসলাম, নারী নেত্রী আসমা আক্তার মুক্তা, বস্নাস্টের সমন্বয়কারী শিপ্রা গোস্বামী প্রমুখ বক্তব্য রাখেন। আত্রাই (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে দিবস উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সঞ্চিতা বিশ্বাসের সভাপতিত্বে মহিলাবিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার, উপজেলা পলস্নী উন্নয়ন অফিসার তোফাজ্জল হোসেন মীর, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম নাসির উদ্দিন, পিআইও জিয়া উদ্দিন আহম্মেদ প্রমুখ। গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, ময়মনসিংহের গফরগাঁওয়ে উপজেলা পরিষদ চত্বর থেকের্ যালি বের হয়।র্ যালি শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী ভূমি কমিশনার (এসি ল্যান্ড) আমির সালমান রনির সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা খালেদা আক্তার। আরও বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের মেডিকেল অফিসার ডা. তৌহিদ ইবনে আলাউদ্দিন, উপজেলা মৎস্য কর্মকর্তা মালিক তানভীর হোসেন, গফরগাঁও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হক বিপস্নব, মায়েদের পক্ষে রুমানা রশীদ ও কলেজ শিক্ষার্থী তানহা প্রমুখ। কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি জানান, গাজীপুরের কালিয়াকৈরে এসি ল্যান্ড রজত বিশ্বাসের সভাপতিত্বে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সানজিদা মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জায়দা নাসরিন, যুব উন্নয়ন কর্মকর্তা রহমত উলস্নাহ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা এস এম সমীহ, কালিয়াকৈর মডেল প্রেস ক্লাবের সভাপতি ইমারত হোসেন, সাংবাদিক শহীদুল ইসলাম, এস আই সামিয়া রহমান যূথী, লতিফপুর মডেল স্কুলের শিক্ষক আবুল হাশেম, শিক্ষার্থী লামিয়া আক্তার, মায়েদের পক্ষ থেকে বক্তব্য রাখেন তানিয়া আক্তার, সীমারানি সরকার প্রমুখ। মোলস্নাহাট (বাগেরহাট) প্রতিনিধি জানান, বাগেরহাটের মোলস্নাহাটে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা হয়। এসি ল্যান্ড তাহমিনা সুলতানা নীলার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা রুনিয়া আখতার, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, প্রেস ক্লাব মোলস্নাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, পরিসংখ্যান কর্মকর্তা হায়দার আলী, তথ্য আপা জুথিকা বিশ্বাস, সাংবাদিক শরিফুল ইসলাম দিদার প্রমুখ। পাইকগাছা (খুলনা) প্রতিনিধি জানান, খুলনার পাইকগাছায় ইউএনও মাহেরা নাজনীনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার। সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন অফিসার ইনচার্জ ওবাইদুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা ছামিউল ইসলাম, উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল। বক্তব্য রাখেন উপজেলা সাবরেজিস্ট্রার অজয় কুমার সাহা, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ, শিক্ষা অফিসার বিদু্যৎ রঞ্জন সাহা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির, যুব উন্নয়ন কর্মকর্তা পারভীন আক্তার বানু, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, আনসার ও ভিডিপি কর্মকর্তা মৌলুদা খাতুন, প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ দে, শহিদুল ইসলাম ও প্রেস ক্লাবের সহ-সভাপতি আব্দুল আজিজ। ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি জানান, পাবনার ভাঙ্গুড়ায় এসি ল্যান্ড তাসমীয়া আক্তার রোজীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শারমিন জাহান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুমানা আক্তার রোমি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (অ.দা.) মাহমুদা সুলতানা, ভাঙ্গুড়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো. ময়নুল হক প্রমুখ। ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর ধামইরহাটে এসি ল্যান্ড জেসমিন আক্তারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার মিজানুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা খাদ্যনিয়ন্ত্রক মামুনুর রশীদ, একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, ভারপ্রাপ্ত সমাজসেবা অফিসার এটিএম ফসিউল আলম, ভারপ্রাপ্ত পরিবার পরিকল্পনা অফিসার বেদারুল ইসলাম, তথ্যসেবা কর্মকর্তা ইসকিতা আফরিন, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এমএ মালেক, ওয়ার্ল্ড ভিশন কর্মকর্তা শারমিন আকতার সুরভী প্রমুখ। সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি জানান, মুন্সীগঞ্জের সিরাজদিখানে মা দিবস উপলক্ষে আলোচনা সভা ও ক্ষুদ্রঋণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ইউএনও সাব্বির আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ তথ্য কমিশনের পরিচালক (প্রশাসন) ড. মো. আ. হাকিম। বিশেষ অতিথি ছিলেন তথ্য কমিশনের উপ-পরিচালক (প্রশাসন) সোহানা নাসরিন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গুল রাওশন ফেরদৌসের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা আবু সাঈদ শুভ্র, স্বাস্থ্য কর্মকর্তা ডা. আঞ্জুমান আরা, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শবনম সুলতানা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান ভূইয়া, উপজেলা প্রকৌশলী রেজাউল ইসলাম প্রমুখ।