খানসামায় মায়ের পা ধুয়ে সম্মান জানাল শিক্ষার্থীরা

প্রকাশ | ১৩ মে ২০২৪, ০০:০০

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের খানসামায় 'বিশ্ব মা দিবসে' মায়েদের পা ধুয়ে দিয়ে শিক্ষার্থীদের সম্মান প্রদর্শন -যাযাদি
মায়ের প্রতি সম্মান প্রদর্শনে উদ্বুদ্ধ করতে দিনাজপুরের খানসামা উপজেলায় মায়েদের পা ধুয়ে সম্মান প্রদর্শন ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত করে বিশ্ব মা দিবস উদযাপন করল শিক্ষার্থীরা। রোববার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বিশ্ব মা দিবস-২০২৪ উপলক্ষে এই আয়োজন অনুষ্ঠিত হয়। আয়োজকদের সঙ্গে কথা বলে জানা যায়, মায়েদের প্রতি সন্তানদের শ্রদ্ধা বাড়াতে এই আয়োজন। কারণ মায়েরা সংসারের নানা কাজে ব্যস্ততার মধ্যেও কঠোর পরিশ্রম করে সন্তানদের লালন-পালন করছেন। এই দিনটিতে তাদের সম্মান জানাতে এই আয়োজন করা হয়েছে। শিক্ষার্থী ও মায়েরা সবাই বেশ উপভোগ করেছেন এই অনুষ্ঠানটি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজউদ্দিন বলেন, পরিবার, সমাজ তথা দেশ গঠনে মায়েদের ভূমিকা অনন্য। আধুনিক মায়েদের দ্বারা আধুনিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব। স্মার্ট দেশ গঠনে মায়েদের অংশগ্রহণ আরও দৃশ্যমান হোক এই প্রত্যাশা করি। এর ক্ষুদ্র প্রয়াস হিসেবে এই আয়োজন।