চিরিরবন্দরে সিটি স্কুলে জিপিএ-৫ শতভাগ

প্রকাশ | ১৩ মে ২০২৪, ০০:০০

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের চিরিবন্দরে শতভাগ জিপিএ-৫ পাওয়ায় সিটি রেসিডেনসিয়াল মডেল স্কুল ও কলজের শিক্ষার্থীদের উলস্নাস -যাযাদি
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার সিটি রেসিডেনসিয়াল মডেল স্কুল ও কলেজের সব পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এবার ১১০ জন্য শিক্ষার্থী এই প্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। স্কুলের এরকম ধারাবাহিক ফলাফলে আনন্দিত শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয়রা। সিটি রেসিডেনসিয়াল মডেল স্কুল ও কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক মোকলেছুর রহমান বাবু বলেন, সিটি স্কুল প্রতিবারের মতো এবারও শতভাগ জিপিএ-৫ পেয়েছে। ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় ১১০ জন ছাত্রছাত্রী আমার প্রতিষ্ঠান থেকে অংশ নেয়। তারা সবাই জিপিএ-৫ পেয়েছে। শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান, অভিভাবকদের সহযোগিতা ও শিক্ষার্থীদের কঠোর অনুশীলনের কারণে এই অবিস্মরণীয় ফলাফল অর্জন সম্ভব হয়েছে।