শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১

হিসাব নিয়ন্ত্রক কার্যালয়ের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

স্বদেশ ডেস্ক
  ১৩ মে ২০২৪, ০০:০০
বরিশালে সিএজি কার্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উপস্থিত বিভাগীয় কমিশনার শওকত আলীসহ অতিথিরা -যাযাদি

বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) কার্যালয়ের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। রোববার এ উপলক্ষে সারাদেশের্ যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আঞ্চলিক অফিস, স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-

বরিশাল অফিস জানায়, বরিশালে প্রতিষ্ঠানটির বিভাগীয় কার্যালয়ের অনুষ্ঠিত আলোচনা সভায় বিভাগীয় হিসাব নিয়ন্ত্রক কর্মকর্তা সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার শওকত আলী। বিশেষ অতিথি ছিলেনর্ যাব-৮ অধিনায়ক লে. কর্নেল কাজী যুবায়ের আলম ও মেট্রোপলিটন পুলিশ কমিশনার জিহাদুল কবির। নিরীক্ষা ও হিসাবরক্ষণ কর্মকর্তা সুনীল বরণ মজুমদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ মেরিন একাডেমি বরিশালের ডেপুটি কমান্ডার লে. কমান্ডার মিল্টন কবীর, জেলা সিভিল সার্জন মারিয়া হাসান ও বিআরটিএ পরিচালক জিয়াউর রহমান প্রমুখ।

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল জানান, টাঙ্গাইলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম। জেলা অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার প্রশন কান্তি পালের সভাপতিত্বে বক্তব্য রাখেন শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. নুরুল আমীন মিঞা, পরিচালক ডা. আব্দুল কুদ্দুস, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুব্রত কুমার বণিক, অ্যাকাউন্টস সুপার জামিল খান, ইউসুফ আলী, প্রফেসর আফাস উদ্দিন, যুব-উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, যুব-উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের কো-অর্ডিনেটর মোজাম্মেল হক খান, অডিটর মনিরুল ইসলাম, জাহিদুল ইসলাম, নূর মোহাম্মদ, ইকবাল হোসেন, আশরাফ, রেজভী, রেহেনা প্রমুখ।

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি জানান, খুলনার পাইকগাছায় উপজেলা হিসাবরক্ষণ অফিসার আবুল বাশারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউএনও মাহেরা নাজনীন। সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ওসি ওবাইদুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, নির্বাচন কর্মকর্তা ছামিউল ইসলাম, উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল। বক্তব্য রাখেন উপজেলা সাব-রেজিস্ট্রার অজয় কুমার সাহা, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ, শিক্ষা অফিসার বিদু্যৎ রঞ্জন সাহা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির, যুব-উন্নয়ন কর্মকর্তা পারভীন আক্তার বানু, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, আনসার ও ভিডিপি কর্মকর্তা মৌলুদা খাতুন, প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ দে, শহিদুল ইসলাম ও প্রেস ক্লাবের সহ-সভাপতি আব্দুল আজিজ।

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের বোচাগঞ্জে উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা ফাতেমা জোহরার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল হুদা। এ ছাড়া উপজেলা কৃষি অফিসার নয়ন সাহা, এসআই মো. রাজা, উপজেলা প্রকৌশলী হুমায়ুন কবির, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুনসুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি জানান, পটুয়াখালীর গলাচিপায় উপজেলা পরিষদ মিলনায়তনে হিসাব রক্ষণ কর্মকর্তা সৈয়দ ফয়েজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউএনও মহিউদ্দিন আল হেলাল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেজবাহ উদ্দিন ও উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার। আরও উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রহমান, উপজেলা নির্বাচন অফিসার জহিরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস, এসআই মনির হোসেন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে