ডিএনসিসির বর্জ্য প্রদর্শন

প্রকাশ | ১২ মে ২০২৪, ০০:০০

যাযাদি রিপোর্ট
খাল, ড্রেন ও লেকে বাসাবাড়ির বর্জ্য না ফেলার জন্য নাগরিকদের সচেতন করতে বর্জ্য-প্রদর্শনের আয়োজন করেছে ঢাকা-উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। শনিবার সকালে গুলশান ডিএনসিসি ভবনের সামনের রাস্তায় এসব প্রদর্শনীর জন্য রাখা হয়। প্রদর্শনীর উদ্বোধন করেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। এ সময় তিনি ঘুরে ঘুরে বর্জ্যগুলো দেখেন এবং প্রদর্শনীতে আসা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও নাগরিকদের সচেতন করেন। মেয়র আতিকুল ইসলাম বলেন, আমরা অসচেতনভাবে গৃহস্থালির বর্জ্য খাল, ডোবা, নালা ও ড্রেনে ফেলে দেই। বর্ষা মৌসুমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে দূষণ হয় নগরের পরিবেশ। তিনি বলেন, আজকে এই বর্জ্য-প্রদর্শনের আয়োজন করা হয়েছে, যাতে নাগরিকদের মধ্যে সচেতনতার সৃষ্টি হয়।