শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১

মান্দায় গভীর নলকূপের অপারেটরের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবি

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
  ১২ মে ২০২৪, ০০:০০
মান্দায় গভীর নলকূপের অপারেটরের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের দাবি

নওগাঁর মান্দায় একটি গভীর নলকূপের অপারেটরের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় কৃষকরা। শুক্রবার বেলা ১১টায় উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের পার-কুলিহার গ্রামের শাহানাপাড়ায় ভুক্তভোগী অপারেটর বেলাল হোসেনের বাড়িতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এসময় স্থানীয় কৃষক কাউছার রহমান শাহানার সভাপতিত্বে বক্তব্য রাখেন অপারেটর বেলাল হোসেন, বুলবুল হোসেন, আব্দুস সামাদ, মোত্তালেব হোসেন এবং দুলাল হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, ভুক্তভোগী বেলাল হোসেন প্রায় ১০ বছর ধরে পার-কুলিহার গ্রামের শাহানাপাড়ায় বিলের মধ্যে অবস্থিত বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) গভীর নলকূপের অপারেটরের দায়িত্ব পালন করে আসছেন। অথচ রাজনৈতিক মতবিরোধের কারণে তার বিরুদ্ধে নিয়ম বহির্র্ভূতভাবে বেশি সেচ চার্জ আদায় করে কৃষকগণের অর্থ আত্মসাৎ করার মিথ্যা অভিযোগ করা হয়।

পরে একটি নোটিশের প্রেক্ষিতে বিএমডিএ'র সহকারী প্রকৌশলীশলী এস.এম মিজানুর রহমান ঘটনাস্থলে গিয়ে অপারেটর বেলাল হোসেনের কাছ থেকে গভীর নলকূপের ঘরের চাবি নিয়ে নেন। বর্তমানে গভীর নলকূপের সেচ কার্যক্রম বন্ধ রয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয় কৃষকদের মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে